• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জরাজীর্ণ ভবনে জীবনের ঝুঁকি নিয়েই চলছে পাঠদান

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে চলছে পাঠদান। জরাজীর্ণ এসব ভবনে জীবনের ঝুঁকি নিয়ে ক্লাস করছে কোমলমতি শিশুরা। 

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ২০টি প্রাথমিক বিদ্যালয়ে পরিত্যক্ত ভবনে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এর মধ্যে তিনটি টিনশেড ও বাকিগুলো এক তলা ভবন। টিনশেডসহ এসব ভবনের অবস্থা খুবই নাজুক। শ্রেণি কক্ষের সংকটের কারণে পরিত্যক্ত ভবনগুলোতেই চলছে পাঠদান।  

শিক্ষক ও অভিভাবকদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে ভবন নির্মাণ করায় অল্পদিনের মধ্যেই ভবনগুলো ভগ্ন দশায় পরিণত হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশলী বিভাগের অর্থায়নে এ ভবনগুলো ১৯৮৮ সাল থেকে ২০০০ সালে নির্মাণ করা হয়েছে। কক্ষের দেয়ালে ফাটল রয়েছে, রড বেরিয়ে গেছে, বৃষ্টি হলে ছাদ চুয়ে পানি পড়ছে।

রাখালিয়া ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুখ আহাম্মদ বলেন, ১৮৯৬ সালে ১ একর ১০ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয়টি নির্মাণ করেছিলেন এলাকার শিক্ষানুরাগী মো. কেয়ামুদ্দিন ও আবু কাশেম। কিন্তু দেখা যায় প্রায় এক একর জায়গা নাই। এ সমস্যার মধ্যেই মসজিদ ঘেঁষে গত বছর পুরাতন ভবনের ওপর নতুন আরেকটি ভবন নির্মাণ করা হয়। 

তিনি বলেন, বিদ্যালয়ে বর্তমানে ১০ জন শিক্ষক ও ৩৫০ জন শিক্ষার্থী রয়েছে। এমতাবস্থায় চলতি বছরের সেপ্টেম্বর মাস থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরিত্যক্ত সেমিপাকা টিনশেডের তিনটি কক্ষে পাঠদান করাতে হচ্ছে। 

রায়পুর সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোতালেব হোসেন বলেন, জরাজীর্ণ পরিত্যক্ত ভবনে জীবনের ঝঁকি নিয়ে শিশুদের পাঠদান করাতে হচ্ছে। এতে পাঠদান ব্যাহত হচ্ছে, দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। শিক্ষা কর্মকর্তাদের বারবার বললেও কোনো গুরুত্ব দিচ্ছেন না।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাক আহাম্মদ বলেন, পরিত্যক্ত ভবনের তালিকা করে উপজেলা প্রকৌশলী অফিসে জমা দেওয়া হয়েছে।