• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

লামার ৭ ইউনিয়নেই আওয়ামী লীগ প্রার্থীরা বিজয়ী

উজ্জল বড়ুয়া

দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে একে একে ৭টি ইউনিয়নের ৬৪টি ভোট কেন্দ্রের ফলাফল উপজেলা নির্বাচনী কন্ট্রোল রুমে আসতে থাকে।

উপজেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, অনেক গুলো কেন্দ্র দুর্গম এলাকায় অবস্থিত হওয়ায় ফলাফল আসতে কিছুটা দেরী (রাত ১১টা) হয়েছে।

ইউপি নির্বাচনে বিজয়ীরা হলেন, ১নং গজালিয়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী বাথোয়াইচিং মার্মা (৪ হাজার ৭৪৬ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. বাবুল হোসেন (৮৪৭ ভোট), ২ নং লামা সদর ইউনিয়ন নৌকা প্রতীকের প্রার্থী মিন্টু কুমার সেন (২ হাজার ৬৮১ ভোট), তার নিকটতম প্রার্থী মোটর সাইকেল প্রতীকের আক্তার কামাল (১ হাজার ৬৪৫ ভোট), ৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. নুরুল হোসাইন (৬ হাজার ৪২ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাকের হোসেন মজুমদার (৫ হাজার ৮৯৪ ভোট), ৪ নং আজিজনগর ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন (৩ হাজার ৭১১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রশিদ আহাম্মদ (১ হাজার ৫৬২ ভোট), ৫ নং সরই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ইদ্রিছ (৪ হাজার ৪৬১ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আবু হানিফ (২০৭ ভোট), ৬ নং রূপসীপাড়া ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ছাচিং প্রু মার্মা (৩ হাজার ৪৫৩ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম (২ হাজার ২৮৫ ভোট) এবং ৭ নং ফাইতং ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ ওমর ফারুক (৩ হাজার ৩২৫ ভোট), তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আব্দুল জলির (২ হাজার ২১৫ ভোট)।

লামা উপজেলা নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসাইন রহমান জানান, দ্বিতীয় ধাপের নির্বাচনে লামা উপজেলার ৭টি ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থীরা জয়ী হয়েছেন। নির্বাচনের কোনো বিষয়ে কারো অভিযোগ থাকলে তাকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর অভিযোগ করতে পরামর্শ দেন তিনি।