• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মহিলা দলের দুই কমিটি, বাতিল চেয়ে অভিযোগ

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জ জেলা ও মহানগর জাতীয়তাবাদী মহিলা দলের নবগঠিত দুই কমিটি বাতিল চেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে অভিযোগ করা হয়েছে। রোববার বিকালে বিএনপির কেন্দ্রীয় কমিটির মাধ্যমে তারেক রহমানের কাছে জেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ও মহানগর কমিটির যুগ্ম আহবায়ক সাজেদা খাতুন মিতা এ অভিযোগ করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, ২০১৭ সালের ২২ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর মহিলা দলের কমিটি ভেঙ্গে দিয়ে ২১ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। এরপর এ আহবায়ক কমিটি জেলার প্রতিটি থানা ও ওয়ার্ডে সম্মেলন করেন।

একই বছরের ৩০ ডিসেম্বর নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় একটি রেস্টুরেন্টে এক হাজার নেতাকর্মীর উপস্থিতিতে একটি সম্মেলন করেন। ওই সম্মেলনে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা জেলা ও মহানগর মহিলা দলের কমিটি ঘোষণা কথা ছিল। কিন্তু নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না করে চলে যায়।

অভিযোগে আরও উল্লেখ করা হয় জেলা মহিলা দলের আহবায়ক নুরুন্নাহার ও মহানগর কমিটির যুগ্ম আহবায়ক সাজেদা খাতুন মিতা সহ আহবায়ক কমিটির নেতৃবৃন্দ আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মামলা হামলা নির্যাতনের শিকার হয়েছে। বর্তমানে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে ১৩ নভেম্বর ত্যাগী নেতৃবৃন্দদের বাদ দিয়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিষ্কৃতদের নিয়ে জেলা ও মহানগরের ৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেয়া হয়েছে।

অভিযোগকারী নুরুন্নাহার ও সাজেদা খাতুন মিতা বলেন, অত্যন্ত দুঃখজনক বিষয় যারা আন্দোলন সংগ্রামে না থেকে আওয়ামী লীগের কর্মকাণ্ডে থাকেন তাদেরসহ অনেক বিতর্কিত, দল থেকে বহিষ্কৃতদের মহিলা দলের নতুন কমিটিতে রাখা হয়েছে। নতুন কমিটি মহানগর মহিলা দলের সহ-দপ্তর সম্পাদক করা হয়েছে বিনু আক্তারকে। সে অনেক আগেই মৃত্যু বরন করেছেন। আমরা দলের চেয়ারম্যানের কাছে ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের জন্য অভিযোগ করেছি।