• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কক্সবাজারে নৌকার ভরাডুবি!

ক্রাইম প্রতিদিন ডেস্ক

তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে কক্সবাজারে ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৫টি ইউনিয়নে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হলেও ১টি ভোট কেন্দ্রের নির্বাচন স্থগিত করা রয়েছে। স্থগিত থাকা ইউনিয়নটি হল পেকুয়া উপজেলার বারবাকিয়া। 

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৬টিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, ৩ টিতে আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী আর ৬টিতে বিএনপি-জামায়াতের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।

রোববার অনুষ্ঠিত কক্সবাজারের নির্বাচন নিয়ে জেলাব্যাপী চলছে তুমুল আলোচনা। ২টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। 

সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার তথ্য মতে, চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউপিতে মোট প্রদত্ত বৈধ ৯ হাজার ৯৯৮ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী জন্নাতুল বকেয়া রেখা পেয়েছেন মাত্র ৯৯টি ভোট। আর পেকুয়া উপজেলার মগনামা ইউপিতে মোটপ্রদত্ত বৈধ ১১ হাজার ১৯৪ ভোটের মধ্যে নৌকা প্রতীকের প্রার্থী নাজেম উদ্দিন পেয়েছেন মাত্র ১৪৫টি ভোট। এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে।

নির্বাচিত চেয়ারম্যানরা হলেন-চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নে খ ম আওরঙ্গজেব বুলেট (নৌকা), ঢেমুশিয়া ইউনিয়নে মঈনুদ্দিন আহমেদ চৌধুরী, পূর্ব বড় ভেওলা ইউনিয়নে ফারহানা আফরিন মুন্না (নৌকা), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী (নৌকা), বদরখালী ইউনিয়নে নূরে হোসাইন আরিফ (নৌকা), শাহারবিল ইউনিয়নে নবী হোসাইন চৌধুরী (স্বতন্ত্র), কাকারা ইউনিয়নে মো. শাহাবউদ্দিন (বিদ্রোহী), কোনাখালী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার (বিদ্রোহী) ও কৈয়ারবিল ইউনিয়নে মক্কী ইকবাল (স্বতন্ত্র)।

বিএমচর ইউনিয়নে ভোটের ফলাফল নিয়ে বির্তক থাকায় রাত ১২টা পর্যন্ত ঘোষণা করা হয়নি।

পেকুয়া উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান বাহাদুর শাহ (স্বতন্ত্র), রাজাখালী ইউনিয়নে নজরুল ইসলাম সিকদার (নৌকা), উজানটিয়া ইউনিয়নে তোফাজ্জল করিম (বিদ্রোহী), শিলখালী ইউনিয়নে এসএম কামাল হোসাইন (স্বতন্ত্র), মগনামা ইউনিয়নে মো.ইউনুছ চৌধুরী (স্বতন্ত্র) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। 

তবে বারবাকিয়া ইউনিয়নে একটি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত থাকায় এই ইউনিয়নের ফলাফল ঘোষণা করা হয়নি।