• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ নভেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

২৫ প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা

খন্দকার মোঃ তারেক

বাণজ্যি মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধকিার সংরক্ষণ অধদিপ্তররে প্রধান র্কাযালয়, বভিাগীয় ও জলো র্কাযালয়রে ১৩ জন র্কমর্কতার নতেৃত্বে ঢাকা মহানগরসহ দশেরে ১০টি জলোয় বাজার তদারকি র্কাযক্রম পরচিালনা করা হয়। ভোক্তা-অধকিার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগররে বংশালসহ দশেব্যাপী মোট ১৫টি বাজার ও বভিন্নি ব্যবসা প্রতষ্ঠিানে পরচিালতি তদারকি র্কাযক্রমরে মাধ্যমে ভোক্তা-র্স্বাথ বরিোধী বভিন্নি অপরাধে ২৫টি প্রতষ্ঠিানকে ১,২৯,০০০/- (এক লক্ষ ঊনত্রশি হাজার) টাকা জরমিানা আরোপ ও আদায় করা হয়। 

এছাড়াও অভযিান পরচিালনাকালে ট্রডেংি র্কপোরশেন অব বাংলাদশে (টসিবি)ি র্কতৃক সাশ্রয়ী মূল্যে নত্যিপণ্য বক্রিয় র্কাযক্রম (ট্রাকসলে) মনটিরংি করা হয় এবং জনসচতেনতা বৃদ্ধরি লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দরে মধ্যে লফিলটে, প্যাম্ফলটে বতিরণসহ হ্যান্ডমাইকে সংশ্লষ্টিদরে প্রয়োজনীয় পরার্মশ দয়ো হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহনিীর সদস্য, স্বাস্থ্য বভিাগ, কৃষি বভিাগ, মৎস্য বভিাগ, কনজুমারস এসোসয়িশেন অব বাংলাদশে (ক্যাব) সহ সংশ্লষ্টি শল্পি বণকি সমতিরি প্রতনিধিবিৃন্দ অধদিপ্তর পরচিালতি এসকল বাজার অভযিানে সহযোগতিা প্রদান করনে। 

উল্লখ্যে জলো প্রশাসনরে নর্বিাহী ম্যাজট্রিটেগণ ভোক্তা-অধকিার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরচিালনার মাধ্যমে ভোক্তা-অধকিার সংরক্ষণ নশ্চিতিকরণসহ স্থতিশিীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছনে।