• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

র‌্যাবের মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নাই: র‌্যাব প্রধান

ক্রাইম প্রতিদিন ডেস্ক

দেশের সংবিধান ও আইন মেনে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মানবাধিকার লঙ্ঘনের ‘কোনো সুযোগ নেই’ বলে মন্তব্য করেছেন র‌্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

যুক্তরাষ্ট্রে র‌্যাবের মহাপরিচালকসহ ৭ উর্ধ্বতন কর্মকর্তার নিষেধাজ্ঞার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বরগুনার পাথরঘাটায় এক অনুষ্ঠানের পর তিনি এ কথা বলেন।
 
র‌্যাব মহাপরিচালক দুপুর পৌনে ১টার দিকে হেলিকপ্টারযোগে পাথরঘাটায় পৌঁছান। সেখানে ট্রলার মালিক ও জেলেদের সঙ্গে কথা বলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আইন-শৃঙ্খলা বিষয়ক বিশেষ মতবিনিময় সভায় মিলিত হন।

ওই সভা শেষে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, ‘র‌্যাবের কার্যক্রম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং থানা পুলিশ তদন্ত করে থাকেন, র‌্যাব তদন্ত করে না। কোনো মামলা হলে সেটি তদন্ত করে আদালতের মাধ্যমে সিদ্ধান্ত হয়ে থাকে। তাছাড়া মিডিয়া এবং সুশীল সমাজ পুঙ্খানুপুঙ্খভাবে যাচাইবাছাই হয়ে থাকে। অতএব, মানবাধিকার লঙ্ঘনের কোনো সুযোগ নাই।’

তিনি বলেন, সুন্দরবন যেভাবে জলদস্যু মুক্ত করা হয়েছে, একইভাবে বঙ্গোপসাগরও জলদস্যু মুক্ত করা হবে। র‌্যাব প্রধান আরও বলেন, যারা এখনো দস্যুতার সাথে জড়িত তারা আত্মসমার্পণ করলে র‌্যাব তাদের পূনর্বাসনের ব্যবস্থা করে দেবে, যদি দস্যুতা বন্ধ না হয় তাহলে র‌্যাব ছাড় দেবেনা। দস্যু দমনে যা যা করা প্রয়োজন সব করা হবে।’

মতবিনিময় সভায় র‌্যাব ফোর্সেস অতিরিক্ত মহাপরিচালক (অপরাশনস) কর্ণেল কে এম আজাদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান, র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক মশিউর রহমান, বরগুনার জেলা প্রশাসক হাবিবুর রহমান ও বরগুনার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন মল্লিকসহ আরও অনেকে।

র‌্যাবের গোয়েন্দা শাখার পরিচালক মশিউর রহমান জানান, আত্মসমর্পন করার পর এখন পর্যন্ত ৩২৬ জন জলদস্যুকে পুনর্বাসন করা হয়েছে। সম্প্রতি দস্যুরা সক্রিয় হওয়ার পর র‌্যাবের অভিযানে তিন জলদস্যু নিহত হয়েছে। বাকিরাও নজরদারিতে রয়েছে। 

পরে র‌্যাবের পক্ষ থেকে জলদস্যুদের গুলিতে নিহত জেলে মুছার স্ত্রী তাজিনুর বেগমকে এক লাখ এবং অপহরণের শিকার সাত জেলেকে ১০ হাজার করে টাকা অনুদান দেয়া হয়।