• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নেত্রকোনায় সাংবাদিক রানা আকন্দের ওপর হামলার ঘটনার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পৌরসভা কার্যালয়ের সামনের সড়কে নেত্রকোনা সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

আজকের পত্রিকার নেত্রকোনা প্রতিনিধি জুয়েল বিশ্বাসের সঞ্চালনায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন জেলা প্রেসক্লাবের সহসভাপতি হায়দার জাহান চৌধুরী, সুজন জেলা কমিটির সভাপতি শ্যামলেন্দু পাল, জেলা উদীচীর সভাপতি মো. মোস্তাফিজুর রহমান খান, বাংলার নেত্র পত্রিকার সম্পাদক কামাল হোসাইন, এনটিভির নিজস্ব প্রতিবেদক ভজন দাশ, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক আলপনা বেগম, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, নারীনেত্রী কল্পনা ঘোষ প্রমুখ।

আহত সাংবাদিক রানা আকন্দ আজকের পত্রিকার কলমাকান্দা উপজেলা প্রতিনিধি। তিনি কলমাকান্দার কৈলাটি ইউনিয়নের দক্ষিণ কান্দাপাড়া এলাকার হাবিবুর রহমান আকন্দের ছেলে। গত বৃহস্পতিবার সকালে বিজয় দিবসের সংবাদ সংগ্রহ ও স্মৃতিস্তম্ভে ফুল দিতে গিয়ে সিধলী সেতুর ওপরে তিনি হামলার শিকার হন।

স্থানীয় বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটায় বিজয় দিবসে ফুল দেওয়াকে কেন্দ্র করে কৈলাটি ইউনিয়নের সিধলী বাজারে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এ সময় সাংবাদিক রানা আকন্দ সদর উপজেলার বোবাহালা মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে সিধলী সেতু পার হচ্ছিলেন। ঠিক তখন কৈলাটি ইউপি চেয়ারম্যান ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল ভূঁইয়ার লোকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালান। তিনি কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা তাঁকে লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে জখম করা হয়।

স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় রানা আকন্দের বাবা ওই দিন রাতে নেত্রকোনা মডেল থানায় একটি মামলা করেন। মামলায় চেয়ারম্যান রুবেল ভূঁইয়া, তাঁর বড় ভাই জুয়েল ভূঁইয়া, ছোট ভাই সোহেল ভূঁইয়া, কামরুল ভূঁইয়া, ভাতিজা জুয়েল আকন্দের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০ জনকে আসামি করা হয়। তবে পুলিশ এখনো কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।

মানববন্ধনে হায়দার জাহান চৌধুরী বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের হামলা নিন্দনীয় ও ন্যক্কারজনক। এটা সাংবাদিক সমাজকে আতঙ্কিত করে। সাংবাদিকেরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করে থাকেন। কিন্তু বিভিন্ন সময় তাঁদের নানাভাবে হয়রানি-নির্যাতন, এমনকি হত্যাকাণ্ডের শিকার হতে হয়, যেটা পেশাদার সাংবাদিকদের জন্য হুমকিস্বরূপ। রানা আকন্দের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলন করা হবে।’

জানতে চাইলে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে।’