• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চট্টগ্রাম হতে মানব পাচারকারীর সক্রিয় সদস্য আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ^াস অর্জন করতে সক্ষম হয়েছে। 

গত ১৪ ডিসেম্বর ২০২১ইং তারিখ মোঃ আলম (৪৫), পিতা-মৃত আব্দুর রহমান, সাং-চাঁনপুর, থানা-ভূজপুর, জেলা-চট্টগ্রাম র‌্যাব-৭ এ লিখিত অভিযোগ করেন যে, তার মেয়ে চট্টগ্রামের একটি বাসায় গৃহ পরিচারিকার কাজ করে আসছে। গত ১৩ ডিসেম্বর ২০২১ইং তারিখ বাড়ির মালিক জানান তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরত আসে নি। এরই প্রেক্ষিতে ভিকটিমের পিতা চট্টগ্রাম জেলার হাটহাজারী থানায় একটি নিখোঁজ ডায়েরী করেন, যার নং-৯১৯, তারিখ-১৪/১২/২০২১ইং। উক্ত অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ব্যাপক গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোয়েন্দা নজরদারির এক পর্যায়ে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে র‌্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, ভিকটিম ঢাকার ফকিরাপুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ডিসেম্বর ২০২১ইং তারিখ ২০০০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি চৌকস আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে হানিফ এন্টারপ্রাইজ বাস থেকে ভিকটিমকে উদ্ধার করে। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে অদ্য ১৬ ডিসেম্বর ২০২১ তারিখ রাত ০২০৫ ঘটিকায় ঢাকার গাবতলী এলাকায় অভিযান চালিয়ে আসামী ১। মোঃ নাঈম (২২),পিতা মৃত- ওসমান, সাং-সুখান দিঘী, থানা-গোমস্তাপুর, জেলা- চাপাই নবাবগঞ্জ এবং ২। মোঃ আসাদুজ্জামান নুর (২৭), পিতা-ওয়াজেদ মন্ডল, সাং-জয়েন্তীপুর, থানা- পীরগঞ্জ, জেলা- রংপুরদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে একই তারিখ ১৩৩০ ঘটিকায় চট্টগ্রামের হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে আসামী ৩। ফাতেমা বেগম (৩০), পিতা- মোঃ সামছু মিয়া, সাং- ধোল্লা, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লাকে গ্রেফতার করা হয়।

 গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা ভিকটিমকে বিভিন্ন প্রকার প্রলোভন দেখিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উর্পাজনের জন্য চট্টগ্রাম হতে ঢাকায় নিয়ে আটক রাখার সত্যতা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা মানব পাচারকারীর সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন যাবত একে অপরের সহায়তায় অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের সরলতা, দারিদ্রতা ও অসহায়ত্বকে কাজে লাগিয়ে অসৎ উদ্দেশ্যে অর্থ উর্পাজনের জন্য অপ্রাপ্ত বয়স্ক কিশোরীদের পাচার করে আসছে।  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।