• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৩ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মাথায় কাফনের কাপড় বেঁধে ভোটারদের মানববন্ধন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছেন সোনাগাজীর কয়েক হাজার নারী-পুরুষ ভোটার। বৃহস্পতিবার দুপুরে সোনাগাজী উপজেলার তাকিয়া বাজারে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘আমাদের দাবি সুষ্ঠু ভোট, আমরা দেব আমাদের ভোট’ ‘নিরপেক্ষ ভোট চাই, আর কোনো দাবি নাই’ এসব স্লোগানে হাজারও নারী-পুরুষ ভোটার মানববন্ধনে অংশ নেন।

গত ৭ ডিসেম্বর প্রতীক বরাদ্দের পর থেকে উপজেলার বগাদানা, চর ছান্দিয়া ও সদর ইউনিয়নে বিভিন্ন নির্বাচনী সভায় অব্যাহত হুমকি ও অস্ত্র প্রদর্শন করায় মারাত্মক ভয়ে আছেন ভোটাররা।

ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আনন্দপুর ইউপি চেয়ারম্যান হারুন মজুমদার সোনাগাজীর ভুঞা বাজারে একটি পথসভায় প্রকাশ্যে ভোটারদের দেখে নেওয়ার হুমকি দেন।

ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান সোহেল চৌধুরী সোনাগাজী সদর ইউনিয়নের একটি পথসভায় প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে হুমকি দেন।

এসব হুমকির বিষয়ে থানা পুলিশ ও প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো প্রতিকার পাননি ভোটার ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাকিয়া বাজারে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বক্তারা বলেন, প্রশাসন ব্যর্থ হওয়ায় দুজন চেয়ারম্যান প্রার্থী ইতোমধ্যে আত্মহত্যার হুমকি দিয়েছেন। আমরাও ভোট দেওয়ার সুযোগ পেতে কাফনের কাপড় পরে রাস্তায় দাঁড়িয়েছি। প্রয়োজনে আরও বড় ধরনের আন্দোলন করব। তবুও আমরা আমাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চাই।

মানববন্ধনে উপস্থিত নারী ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়ি বাড়ি গিয়ে বহিরাগত লোকজন কেন্দ্রে যাওয়ার জন্য তাদের নিষেধ করেছে। তাই তারা বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাচন অফিসার মাইনুল হক বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। আমরা সব প্রস্তুতি নিয়েছি। আমরা ভোটারদের কেন্দ্রে আসার জন্য আহ্বান করছি।

আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।