• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জাল ভোটের দৃশ্য ধারণ করায় সাংবাদিকের ক্যামেরা ছিনতাই

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সিলেটের গোলাপগঞ্জে ভোট কেন্দ্রে জাল ভোটের দৃশ্য ধারণ করায় দুই সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার উপজেলার ভাদেশ্বরের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকার প্রার্থী সেলিম উদ্দিনের সমর্থকরা জাল ভোট দিচ্ছেন- এ খবর পেয়ে কয়েকজন সাংবাদিক সেখানে ছুটে যান। এ সময় দুইটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপারসন জাল ভোটের দৃশ্য ধারণ করার সময় তাদের ক্যামেরা ছিনিয়ে নেন জাল ভোট প্রদানকারীরা। একই সঙ্গে তাদের শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

ঘটনার পর স্থানীয় প্রশাসনের প্রচেষ্টায় এনটিভির ক্যামেরা উদ্ধার হলেও ওপর সাংবাদিকের ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার গোলাম কবির জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌঁছেছি। আসার পর সাংবাদিকরা অভিযোগ করেছেন- একটি ক্যামেরা তাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। এ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং সমাধানের চেষ্টা চলছে বলে জানান তিনি।