• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বড় ভাই চেয়ারম্যান, ছোট ভাই মেম্বার নির্বাচিত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

একই বাড়ি থেকে বড় ভাই চেয়ারম্যান, ছোট ভাই মেম্বার নির্বাচিত হয়েছেন। দুই ভাইয়ের বিজয়ে খুশি নির্বাচিত এলাকার মানুষের সঙ্গে পরিবারের সদস্যরাও।

গত ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত ঘিওর উপজেলার ৬নং বানিয়াজুরী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের দুই ভাই নির্বাচিত হওয়ার ঘটনা জেলার মধ্যে প্রথম।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এসআর আনসারী বিল্টু চশমা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন। পাশাপাশি তার ছোট ভাই মিঠুন আনসারী ৩নং ওয়ার্ডে মোরগ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান এসআর আনসারী বিল্টুর প্রতিপক্ষ ছিলেন সাতজন। তার প্রাপ্ত ভোট ৫ হাজার ৩৬৫। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চতু।

তিনি পেয়েছেন ৪ হাজার ৭৯২ ভোট। ওই ইউনিয়নে অন্য প্রার্থীদের মধ্যে ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মো. নুর আলম, বর্তমান চেয়ারম্যান আবুল কাসেম চতু, জেলা কৃষক লীগের সাবেক সহসভাপতি মো. খলিলুর রহমান, মো. আরিফ খান, মোহাম্মদ আলী ও মো. কবির হোসেন রতন।

নবনির্বাচিত চেয়ারম্যান এসআর আনসারী বিল্টু বলেন, বানিয়াজুরী ইউনিয়নের প্রতিটি মানুষের ভালোবাসা পেয়েছি বলেই আমাকে দলমত নির্বিশেষে সবাই ভোট দিয়ে নির্বাচিত করেছেন। আমি কোনো দলের চেয়ারম্যান নই, আমি বানিয়াজুরী ইউনিয়নের প্রত্যেকটি মানুষের চেয়ারম্যান।

এদিকে নবনির্বাচিত মেম্বার মিঠুন আনসারী বলেন, ৩নং ওয়ার্ডের প্রতিটি মানুষ আমাকে ভালোবাসেন। সেই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ভোটের মাধ্যমে। আমি আমার ওয়ার্ডের প্রতিটি মানুষের সুখে-দুঃখে পাশে থাকব এবং সবার সঙ্গে সমন্বয় করে কাজ করব ইনশাআল্লাহ।