• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

Palli Karma-Sahayak Foundation (PKSF) এবং Skills for Employment Investment Program (SEIP) প্রকল্পের আওতায় PKSF এর সার্বিক সহযোগিতায় দেশের সুপ্রতিষ্ঠিত আইটি ট্রেনিং ও ডেভলপমেন্ট কোম্পানী UY Systems Ltd এ মহাখালী ওয়ারল্যাস গেট কলম্বিয়া সুপার মার্কেট এর লেভেল-৪ এ চাকুরীপ্রার্থীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ২৯ ডিসেম্বর ২০২১ইং তারিখে দেশের বিখ্যাত ১০টি আইটি কেম্পানীর আইটি সেক্টরে জনবল নিয়োগের চাহিদা অনুযায়ী জব ফেয়ার ২০২১ অনুষ্ঠান আয়োজন করছে। বিভিন্ন মেয়াদে আইটি ক্যাটগরীতে প্রশিক্ষন দিয়ে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃস্টির লক্ষ্য UY Systems Ltd নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। প্রকল্পের নির্দেশনা মোতাবেক UY Systems Ltd এর নিজস্ব অডিটোরিয়ামে দেশের স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রতিনিধিগনের উপস্থিতিতে একটি কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান আলোচক ছিলেন উপ-ব্যবস্থাপক (কার্যক্রম) ও প্রোগ্রাম অফিসার, SEIP- PKSF জনাব গোলাম জিলানী এবং সভাপতিত্ব করেন UY Systems Ltd এর পক্ষে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো: শাহাদাত হোসাইন মজুমদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মো: শাহাজাহন, মহাসচিব (বিএইচআরবি), বিশেষ অতিথি হিসাবে ছিলেন খন্দকার মোঃ তারেক, প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রাইম প্রতিদিন এবং দেশের বিভিন্ন পর্যায়ের প্রসিদ্ধ আইটি কোম্পানীর নিয়োগকর্তাগণ। কর্মসংস্থান বিষয়ক মতবিনিময় সভা আয়োজন মুল লক্ষ্য ছিল অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের চাকুরীর বাজারে নিজেদের প্রমান করার সুযোগ দেয়া এবং নিয়োগকর্তা প্রতিষ্ঠানে অংশগ্রহনকারী চাকুরী প্রত্যাশীদের চাকুরী পেতে নিজেদের প্রমান করার যাবতীয় দিকনির্দেশনা দেয়া। অনুষ্ঠানের বিশেষ উল্লেখ্য দিক ছিল অংশগ্রহনকারীদের আইটি ক্যাটাগরী ভিত্তিক নিয়োগকর্তা প্রতিষ্ঠানের সাথে সরাসরি চাকুরীর জন্য ভাইবা বোর্ডে ইন্টারভিউ নেয়ার সুযোগ দেয়া হয়। যারই ফলশ্রুতিতে উক্ত কর্মশালা তথা জব ফেয়ার ২০২১ এর অংশগ্রহনকারীদের মধ্যে থেকে নিয়োগকর্তা প্রতিষ্ঠানের যাচাই-বাচাই করার পরে কয়েকজন কে তাৎক্ষনিক নিয়োগ প্রদান করা হয়।