• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ ডিসেম্বর, ২০২১ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

কাষ্টমস বিল্ডিং হতে শিশু উদ্ধারসহ অপহরণকারী আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার, মাদক উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

গত ১৩ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ ভিকটিম মোসাঃ শামছুন নাহার (১২) বাসা হতে বের হয়ে খাতা কলম কিনার জন্য বাহিরে গেলে কতিপয় ব্যক্তি ভিকটিমকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর পিতা মোঃ শামসুল হক (৫০), পিতা মৃত- কফিল উদ্দিন, সাং- দক্ষিন গিদারী, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, বর্তমানে পশ্চিম দিঘিরচালা থানা- বাসন, জিএমপি বাদী হয়ে গাজীপুর মহানগরীর বাসন থানায় একটি মামলা দায়ের করেন যার মামলা নং- ১৫/৩৩৩, তারিখঃ ২৫ ডিসেম্বর ২০২১ ধারা- ৭/৩০, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম উক্ত ঘটনার আসামীদের গ্রেফতারের লক্ষ্যে ছায়াতদন্ত শুরু করে। ছায়াতদন্তের ও প্রযুক্তির সাহায্যে এক পর্যায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, অপহরণকারীরা চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন খান সুফিয়া ম্যানশন কাষ্টমস বিল্ডিং এ অবস্থান করছে। এরই প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম গত ২৪ ডিসেম্বর ২০২১ ইং তারিখ ১১০৫ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব সদস্যরা আসামী ১। শাহ পরান (১৯), পিতা- মোঃ বুলবুল মিয়া, সাং-পূবেরচর, থানা- রায়পুরা, জেলা- নরসিংদী, ২। মোঃ রাহাত হোসেন (২৩), পিতা- মোঃ জয়নাল আবেদীন, স্থায়ী সাং- অজ্ঞাত, থানা- অজ্ঞাত, জেলা- রাজবাড়ী, বার্তমানে বাতানটেক পল্লি বিদ্যুৎ জাবেদ মিয়ার ভাড়া বাসা, থানা- আশুলিয়া, জেলা- ঢাকা এবং ৩। সুমা আক্তার (২০), পিতা- আরিছ মিয়া, সাং-সোলেমান পুর, মধু মুন্সির বাড়ি, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জদের আটক করে। পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ঘটনা স্থান হতে ভিকটিম মোসাঃ শামছুন নাহার (১২), মোঃ শামসুল হক,  সাং- দক্ষিন গিদারী, থানা- গাইবান্ধা সদর, জেলা- গাইবান্ধা, বর্তমানে পশ্চিম দিঘিরচালা থানা- বাসন, জিএমপি, গাজীপুরকে উদ্ধার করে। গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত ভিকটিম সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে গাজীপুর মহানগরীর বাসন থানায় হস্তান্তর করা হয়েছে।