• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ জানুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

১৫ বছর পর রায়পুরে আ'লীগের সম্মেলন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

দীর্ঘ ১৫ বছর পর বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের সম্মেলন। বিকাল ৩টায় পৌরশহরের পাইলট বালিকা বিদ্যালয় মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ। 

সম্মেলনে এবার বিতর্কিতদের নাম বাদ দিয়ে ২০৬টি কাউন্সিলরদের নামের তালিকা ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকের কাছে দেওয়া হয়েছে। সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে ৬ জন এবং সাংগঠনিক পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। দীর্ঘ ১৫ বছর পর কে হচ্ছেন পৌর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এ প্রশ্ন ঘিরে নেতাকর্মীদের মধ্যে আগ্রহ বিরাজ করছে। তবে নবীন ও প্রবীণের সমন্বয়ে নতুন কমিটি গঠিত হবে বলে আশা পৌর আওয়ামী লীগের সিনিয়র নেতাদের। 

এর আগে এ সম্মেলনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ। এ সময় তিনি সম্মেলনের সার্বিক পরিস্থিতি নিয়ে তথ্য তুলে ধরেন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক ও সাবেক সাংসদ হারুনুর রশিদ। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলার সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুরের সাংসদ অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। 

উল্লেখ্য, ২০০৩ সালের মার্চের শেষের দিকে উপজেলা আওয়ামী লীগের কমিটি করা হলেও ৬-৭ বার সম্মেলনের তারিখ পেছানো হয়। ২০০৬ সালের ২৬ এপ্রিল সম্মেলনের মাধ্যমে মরহুম কামাল উদ্দিন ভূঁইয়াকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়। সেই কমিটির মেয়াদ শেষে ২০১২ সালের ১২ নভেম্বর কাজী জামশেদ কবির বাকি বিল্লাহকে আহ্বায়ক ও আইনুল কবির মনিরকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্যের আহ্বায়ক কমিটি করা হয়।