• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৫ জানুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নিসচা চন্দ্রগন্জ থানার উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

মোঃ ইসমত দ্দোহা

নিরাপদ সড়ক চাই’’ সংগঠন চন্দ্রগঞ্জ থানা শাখার পক্ষথেকে সড়ক দুর্ঘটনায় চিরতরে পঙ্গু দুই অসহায় পরিবারের সদস্যদের মধ্যে সেলাই মেশিন বিতরণ ও সংগঠনের সদস্যদের মধ্যে পরিচয়পত্র (আইডি কার্ড) বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় স্থানীয় গ্রীণ চিলি ফ্রাইড চিকেন চাইনিজ রেষ্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আমিন।

নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি সাংবাদিক মো. আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- নবনির্বাচিত ইউপি সদস্য ওবায়েদুল হক হিরন ও নবনির্বাচিত ইউপি সদস্য সফিকুল ইসলাম শিফন খলিফা, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সহ-সভাপতি গৌতম চন্দ্র মজুমদার, সহ-সভাপতি সমীর কর্মকার, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক সাংবাদিক মো. ইমরান হোসেন, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক সাংবাদিক তানভীর আহমেদ রিমন, ‘সবুজ বাংলাদেশ’ চন্দ্রগঞ্জ থানা কমিটির সভাপতি ইমরান হোসাইন, চন্দ্রগঞ্জ ব্লাড ফাউন্ডেশনের সমন্বয়ক রিংকু পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে সেলাই মেশিন যারা পেয়েছেন তারা হলেন, দিঘলী ইউনিয়নের দক্ষিণ রাজাপুর গ্রামের পঙ্গু মোছলেহ উদ্দিন ও চন্দ্রগঞ্জ ইউনিয়নের উত্তরপূর্ব পাঁচপাড়া গ্রামের পঙ্গু কবির হোসেন।

এসময় প্রধান অতিথির বক্তৃতায় অফিসার ইনচার্জ এ কে ফজলুল হক বলেন, নিরাপদ সড়ক চাই’ এটি একটি সামাজিক সচেতনতামূলক আন্দোলন। ১৯৯৩ইং সন থেকে যার সূচনা করেছেন জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। জনপ্রিয় এই মহানায়কের সহধর্মীনি জনাবা জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করার পর এই আন্দোলনের সূচনা করা হয়। ওসি বলেন, আন্দোলনটি যথার্থ হয়েছে। কারণ, একসময় মানুষ মনে করতো সড়ক দুর্ঘটনায় মারা গেলে এটি কেবলই একটি দুর্ঘটনা মাত্র। কিন্তু আসলে তা নয়। সড়কে প্রতিনিয়ত মানুষ মরছে শুধুমাত্র অসচেতনতার কারণে। তাই, দুর্ঘটনা রোধ করার সবচেয়ে বড় উপায় হচ্ছে মানুষের মধ্যে সর্বক্ষেত্রে জনসচেতনতা তৈরী করা ।