• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৬ জানুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

চাঁদপুরে মাদক পাচারকালে মাদক ব্যবসায়ীকে আটক

খন্দকার মোঃ তারেক

র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে। 

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি মাইক্রোবাস যোগে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে কুমিল্লা হতে চাঁদপুর এর দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে অদ্য ১৬ জানুয়ারি ২০২২ ইং তারিখ  ০৭০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চাঁদপুর জেলার কচুয়া থানাধীন জগৎপুর এলাকার কুমিল্লা-চাঁদপুর মহাসড়কের পাঁকা রাস্তার উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি শুরু করে। এ সময় একটি মাইক্রোবাসকে তল্লাশী করে আসামী ১। মোঃ বিল্লাল (২০), পিতা- আবুল কালাম, সাং-বাটপাড়া ধনপুর এবং ২। মোঃ ফাহাদ (১৯), পিতা- ফরিদ মিয়া, সাং- বাগালপুর, উভয় থানা- সদর দক্ষিন, জেলা-কুমিল্লাদ্বয়কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর দেখানো ও সনাক্তমতে নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ড্রাইভিং সীটের পিছনের সীটের উপরে ০৩ টি বস্তার ভিতর হতে ৩৯৮ বোতল ফেন্সিডিল এবং ১০ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয় এবং উক্ত মাইক্রোবাসটি জব্দ করা হয়। 

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকা, চট্টগ্রাম ও চাঁদপুরসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৫ লক্ষ ৫০ হাজার টাকা।গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।