• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৯ জানুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সরকার সাংবাদিকদের লেখার যথেষ্ট গুরুত্ব দেয়

মোঃইসমত দ্দোহা

আজ ১৯ জানুয়ারি ২০২২ ইং তারিখ সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ঢাকার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীদের সাথে সমসাময়িক  ও প্রেস কাউন্সিল এ্যাক্ট ১৯৭৪ ও সাংবাদিকতার আচরণ বিধিমালা শীর্ষক সেমিনার ও মতবিনিময় সভায় বিভিন্ন বিষয় নিয়ে প্রেস কাউন্সিলের সচিব ( অতিরিক্ত সচিব, তথ্য মন্রনালয়) শাহ আলমে এর সঞ্চালনায় আয়োজন করা হয়। উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি নিজামুল হক নাসিম, চেয়ারম্যান বাংলাদেশ প্রেস কাউন্সিল। 

গণমাধ্যম ও মানবাধিকার সংস্হা ন্যাশনাল প্রেস সোসাইটি (এনপিএস), রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন  (আরজেএফ), ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও), কাফরুল প্রেসক্লাব, চন্দ্রগন্জ প্রেসক্লাব, জুরাইন প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থা, ক্রাইম রিপোর্টস এসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের প্রায় ৬০ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। 

মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে সাংবাদিকরা তাদের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরনের চেয়ারম্যান এর কাছে। এসময় বক্তব্য রাখেন এফবিজেও এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভুঁইয়া, মহাসচিব সামছুল আলম,স্হায়ী কমিটির সদস্য  এফবিজেও এবং ডেমরা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, আরজে এফ এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা'র চেয়ারম্যান লায়ন নুর ইসলাম, কাফরুল প্রেসক্লাবের সভাপতি এ জেড এম, মাইনুল ইসলাম, জুরাইন প্রেসক্লাবের সভাপতি মোঃ সোহেল, এনপিএস এর প্রতিনিধি সহ অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, সরকার সাংবাদিকদের লেখা ও কথার যথেষ্ট গুরুত্ব দেয়, বিবেচনায় নেয় গণমাধ্যমের পর্যবেক্ষণ। পাশাপাশি গণমাধ্যম ও গণমাধ্যম কর্মীদের পেশাগত ও জীবনমান উন্নয়নে নিচ্ছে নানাবিধ পদক্ষেপ। ইতিমধ্যে প্রেস কাউন্সিল আইন ও বিধি -বিধানে আসছে ব্যাপক পরিবর্তন, এর ফলে কাউন্সিল আরও গতিশীল হবে। জনবল বৃদ্বি, প্রশিক্ষণ কর্মসূচির আওতাও বাড়ানো হবো। তিনি আরও বলেন গণমাধ্যম একটি সেচ্ছাসেবী কাজ আপনারা নিরলসভাবে সেই কাজ করে যাচ্ছেন দেশের উন্নয়নের জন্য, আমরা সরকারের কাছে বিভিন্ন প্রস্তাব পাঠিয়েছি কিভাবে আপনাদের জীবনমান উন্নয়ন করা যায়।এক প্রশ্নের জবাবে তিনি বলেন সাংবাদিকদের তালিকা দ্রুত প্রণয়ন করার কাজ আমরা করে যাচ্ছি সরকারের নির্দেশনা মোতাবেক।