• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২ ফেব্রুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী অফিসে হামলা, ভাংচুর আহত ২

সালাহ উদ্দিন সুমন

নোয়াখালীর সুবর্ণচরে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আনারস প্রতীকে স্বতস্ত্র চেয়ারম্যান প্রার্থী এ্যাডভোকেট মো.ওমর ফারুকের নির্বাচনী অফিস হামলা ভাংচুরের অভিযোগ উঠেছে নৌকার কর্মীদের বিরুদ্ধে। সকালে উপজেলার ১ নম্বর চরজব্বার ইউনিয়নের ইমান আলী বাজার ও জনতা বাজারে এঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (২ ফেব্রুয়ারী) বেলা ১২ঘটিকার সময় নৌকা প্রার্থী মো. তরিকুল ইসলামের কর্মীরা একটি মিছিল বের করে ইমান আলী বাজার ও জনতা বাজারে। পরিকল্পিত এ মিছিল থেকে একই সময়ে আনারসের অফিসে ভাংচুর করে তারা। এসময় আনারসের কর্মী মো. সমির ও আল আমিনকে গুরুতর আহত করে তারা। 

স্থানীয়রা জানান, নৌকার কর্মী নবীর মেম্বারের নেতৃত্বে আলা উদ্দিন,  মিলন, ফারুক মাঝি, ইউনুছ, মোসলেম সহ ১৫/২০ জন তাদের ওপর অতর্কিত হামলা চালায়। আহতদের  নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে আনারস মার্কার প্রার্থী এ্যাডভোকেট মো. ওমর ফারুক অভিযোগ করে বলেন, নৌকা মার্কার লোকজন আনারসের  কর্মীদেরকে হামলা করে এবং আমার অফিস ভাংচুর করে। এছাড়াও আমার  কর্মীদের প্রাণনাশের হুমকি দিচ্ছেন । এব্যাপারে প্রশাসনকে অবহিত করার কথাও জানান তিনি। 

অন্যদিকে নৌকা প্রার্থী তরিকুল ইসলাম জানান, তার কর্মীরা এ ধরণের কোন ঘটনা ঘটেনি।তারা নিজেরা নিজেদের অফিস ভেঙে আমার কর্মীদের উপর দোষ দিচ্ছে।

এবিষয়ে চরজব্বার থানার পুলিশের উপপরিদর্শক সালেহ উদ্দিন জানান, চরজব্বার থানার পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। পোস্টার লাগানোকে কেন্দ্র করে ঘটনা ঘটেছে। এবিষয়ে অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।