• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ ফেব্রুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

জোর পূর্বক জমি দখল, বাঁধা দেয়ায় হত্যার হুমকি

ইকবাল হোসেন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারণ গ্রামে জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। দখলে বাঁধা দেওয়ায় প্রতিপক্ষের লোকজন হত্যার হুমকি দিয়েছে অভিযোগ সূত্রে জানা যায়।

অভিযোগকারী শহিদুল্লাহ (৪০) নামে একজন  জানান,নিম্ন তফসিল বর্ণিত জমি আমার দাদা -আহাদ আলী রেকর্ড মূলে মালিক হয়ে ভোগ দখলে থাকা অবস্থায় মৃত্যু হয়। এরপর আমার পিতা ও অপর চাচা সহিদ আলী আঃ খালেক পৈত্রিক ওয়ারিশ সূত্রে জমি ভোগদখল করছেন।

শহিদুল্লাহ জানান,জমি আমাদের ভোগদখল থাকা অবস্থায় গাড়ারণ গ্রামের বাদল (৩৭), আসাদুজ্জামান বাবলু( ৩৩), সাইদুর রহমান (৪০), সাজ্জাদ (৩৭),আজাদ (২২)সহ আরো অজ্ঞাত ৪/৫ জন লোক গত ১০/২/ ২২ তারিখ সকল ১০টার সময় দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তাদের জমি জোর পূর্বক দখলের চেষ্টা চালায়। এসময় বাঁধা প্রদান করলে প্রতিক্ষের লোকজন অস্ত্রশস্ত্র দিয়ে ধাওয়া করে।

এবিষয়ে শহিদুল্লাহ বাদী হয়ে সোমবার (১৪ ফেব্রুয়ারি) থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এব্যাপারে জানতে সরেজমিনে গেলে অভিযুক্তদের কাউকে পাওয়া যায়নি। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, এ ধরনের অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।