• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ ফেব্রুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

পুলিশ কর্মকর্তাকে নিয়ে ‘কটূক্তি’, ২ সাংবাদিক গ্রেফতার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

একজন পুলিশ কর্মকর্তাকে নিয়ে ফেসবুকে বিভিন্ন মন্তব্য করার অভিযোগে সাতক্ষীরায় দুই সাংবাদিককে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের ব্যবহৃত ল্যাপটপ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- দৈনিক ভোরের পাতার জহুরুল ইসলাম ও আবদুর রহমান। তারা তালা উপজেলার পাটকেলঘাটা প্রেস ক্লাবের সদস্য। দুজনের বাড়ি পাটকেলঘাটা থানার চৌগাছা ও গৌরীপুর গ্রামে। 

মামলার বাদী জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. আরিফুজ্জামান জানান, গ্রেফতার দুই সাংবাদিক সহকারী পুলিশ সুপার হুমায়ূন কবির সম্পর্কে ফেসবুকে নানা ধরনের কটূক্তি করেছেন। এতে পুলিশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। 

তিনি আরও জানান, তাদের ব্যবহৃত ল্যাপটপ জব্দ করে বেশ কিছু তথ্যও মিলেছে। তাদের দুজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে। 

এদিকে গ্রেফতার আবদুর রহমানের স্ত্রী মাহমুদা খাতুন জানান, বছরখানেক আগে পাটকেলঘাটা সার্কেলের এএসপি হুমায়ূন কবির তার স্বামীকে ইয়াবা পাচারের অভিযোগে গ্রেফতার করে শারীরিক নির্যাতন করেছিলেন। পরে জেল থেকে বেরিয়ে এসে তিনি এ বিষয়ে সরকারের বিভিন্ন পর্যায়ে অভিযোগ দেন। এ নিয়ে তদন্তও হয়। 

সম্প্রতি হুমায়ূন কবির বদলি হলে তাকে নিয়ে ফেসবুকে লেখালেখি হয়। এ কারণেই আবদুর রহমানকে গ্রেফতার করা হয়েছে বলে জানান মাহমুদা।