• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৩ ফেব্রুয়ারী, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ভুয়া ‘ব্যারিস্টার’ আটক

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বগুড়ার শেরপুরে ব্যারিস্টার পরিচয় দিয়ে প্রতারণা করায় মোজাম্মেল হক ওরফে রানা (৩৫) ও রঞ্জু মণ্ডল (৩৪) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাদের আটক করা হয়।

জানা যায়, উপজেলার কুসুম্বী ইউনিয়নের ধাওয়াপাড়া গ্রামের রুবেল হাসানের সঙ্গে ৬ মাস আগে নাটোরের সিংড়ার সোয়াইড বালাল গ্রামের মোজাম্মেল হক ওরফে রানা ও শেরপুর উপজেলার আবুবকর সিদ্দিক ওরফে রঞ্জু মণ্ডলের পরিচয় হয়। এ সময় মোজাম্মেল হক রানা নিজেকে হাইকোর্টের ব্যারিস্টার পরিচয় দেয়। 

এর পর গত বছরের ১১ ডিসেম্বর জমিসংক্রান্ত কাগজ ঠিক করে দেওয়ার কথা বলে রুবেলের কাছ থেকে প্রথমে দুই লাখ টাকা নেয়। পরের দিন আরও এক লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে পালিয়ে যায়।

এর আগে রুবেল হাসানের চাচাতো ভাই ফারুক হোসেনের কাছ থেকে পারিবারিক সমস্যা সমাধানের কথা ৪০ হাজার টাকা হাতিয়ে নেয় বলেও জানা গেছে। 

এ ঘটনায় রুবেল হাসান বাদী হয়ে শেরপুর থানায় একটি মামলা করলে মঙ্গলবার রাত ৮টার দিকে শেরপুর পৌরশহরের রেজিস্ট্রি অফিস বাজার এলাকা থেকে এক সহযোগীসহ তাকে আটক করে পুলিশ। 

শেরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাচ্চু বিশ্বাস বলেন, আটক দুজনের মধ্যে মোজাম্মেল হক ওরফে রানা নিজেকে হাইকোর্টের ব্যারিস্টার পরিচয় দিয়ে এলাকার সাধারণ মানুষের জমির কাজ করে দেওয়ার নাম করে টাকা নিতেন। তার সহযোগী রঞ্জু মণ্ডল এই ভুয়া ব্যারিস্টার পরিচয়দানকারীকে সহযোগিতা করত।

এ বিষয়ে শেরপুর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে ভুয়া ব্যারিস্টারসহ তার সহযোগীর নামে মামলা করা হয়েছে।