• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ মার্চ, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মাদক মামলায় ৫ জনের যাবজ্জীবন

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন ও গাঁজা উদ্ধারের ঘটনায় করা মামলায় পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরো ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরের টানবাজার সুইপার কলোনির গুপি লালের দুই ছেলে ছোট লাল (৩৫) ও সাগর (২০) এবং একই কলোনির মনি লালের ছেলে রুবেল (২২), মদন লালের ছেলে রাজিব (১৮), পৌর কলোনির রাম কৃসনার ছেলে ভোলা ওরফে জুয়েল (২০)।

আদালত একই মামলায় পৃথক আরেকটি ধারায় ছোট লাল, সাগর,  রুবেল ও রাজিবসহ চারজনের প্রত্যেককে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আরেকটি ধারায় ভোলা ওরফে জুয়েলকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন বিচারক। 

এ মামলার আসামি জুয়েল পলাতক। এছাড়া আদালত এ মামলা থেকে মহারাজসহ তিজনকে খালাস দিয়েছেন। 

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমীন আহমেদ বলেন, ২০১১ সালের ২২ মে  রাতে রাজধানীর শেরেবাংলা নগর র‌্যাব-২ এর একটি টিম নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকায় সুইপার কলোনিতে অভিযান চালায়। ওই সময় দুই কোটি তিন লাখ টাকার হেরোইন ও ছয় লাখ ২৮ হাজার টাকার গাঁজাসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় সদর থানায় র‌্যাব বাদী হয়ে মামলা করে। পরে পুলিশ তদন্ত করে ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।