• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ এপ্রিল, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ব্যবসায়ীদের উঠবস ও থাপ্পড় মারার হুমকি ওসির বিরুদ্ধে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

নীলফামারীর ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামের বিরুদ্ধে ব্যবসায়ীদের ‘কান ধরিয়ে উঠবস’, ‘দাড়ি ধরে থাপ্পড় মাড়ার হুমকি’সহ অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে উপজেলার বাবুরহাট বাজারের ব্যবসায়ীরা গণস্বাক্ষরে একটি লিখিত অভিযোগে দিয়েছে বিভিন্ন সরকারি দপ্তরসহ দোকান মালিক সমিতিতে।

অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান। তিনি বলেন, সমিতির সভাপতি সাধারণ সম্পাদক এলাকার বাইরে আছেন। তাদেরকে মুঠোফোনে বিষয়টি অবগত করেছি।

ব্যবসায়ী ও পথচারী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে আলম পেট্রল পাম্প মোড় সংলগ্ন এলাকায় সড়কে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডিমলা থানার ওসি সিরাজুল ইসলাম মোটরসাইকেলের মেকানিক ধনঞ্জয়কে কান ধরে উঠা-বসা করান। এ সময় পথচারী বিভিন্ন ব্যবসায়ীদের অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।

ভুক্তভোগী ধনঞ্জয় (৪০) জানান, আমি রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ওসি সাহেব বিনা কারণে আমার পথরোধ করে কান ধরায়। আমি লজ্জায় সমাজে মুখ দেখাতে পারছি না। একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে এর বিচার চাই।

বিজয় চত্বর এলাকার গালামাল ব্যবসায়ী আমিনুর জানান, রাতে ওসি সাহেব আমার দোকানে আসেন। এতো রাতে কেন দোকান খোলা রেখেছি বলেই অকথ্য ভাষায় গালিগালাজ করে ‘আমার দাড়ি ধরে চড় থাপ্পড় মারার হুমকি’ দেন।

ঈশ্বর চন্দ্র নামে ব্যবসায়ী জানান, ওসি সাহেব ৩০/৩৫ জন ব্যবসায়ীকে অকথ্য অশ্লীল ভাষায় গালিগালাজ বিভিন্ন হুমকি দেন। এমনকি ব্যবসায়ীর বালু দিয়ে যৌন নির্যাতনের হুমকি দেন।

বিজয় চত্বর এলাকার ব্যবসায়ীরা বলেন, আমরা সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী। সামান্য পুঁজির টাকা নিয়ে বাড়ি ফেরার পথে প্রশাসন আমাদের নিরাপত্তা দেওয়ার কথা। কিন্তু ওসি সাহেব আমাদেরকে নিরাপত্তা না দিয়ে মা-বোন তুলে গালিগালাজ, কান ধরে উঠবস, দাড়ি ধরে চড় থাপ্পড় মারার চেষ্টাসহ তার অশ্লীল মন্তব্য বিষয়টি খুবই দুঃখজনক। প্রশাসনের কর্মকর্তা কর্তৃক এভাবে আক্রমণাত্মক আচরণের সম্মুখীন হলে আমরা নিশ্চিন্তে ব্যবসা করতে পারবো না।

তারা বলেন, এ ঘটনার দ্রু ত বিচার দাবি করে আমরা ব্যবসায়ীরা গণস্বাক্ষরে ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলামের বিরুদ্ধে ডিমলা দোকান মালিক সমিতিসহ সরকারের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি। বিচার না পেলে আমরা কঠোর আন্দোলনে যাব।

এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ওসি সিরাজুল ইসলাম জানান, মধ্যরাত পর্যন্ত দোকান খোলা ছিল। আমি দোকান বন্ধ করতে বলেছিলাম। এতে দুই একটি কথা কাটাকাটি হয়েছে মাত্র। ব্যবসায়ীদের দেয়া অভিযোগ ভিত্তিহীন।