• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৪ এপ্রিল, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মাদকসহ ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

মাদকদ্রব্য ও সহযোগীসহ র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন পাবনার ২ মাদক ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা। র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার পাবনা-সুজানগর সড়কের নলদহ এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় তারা একটি প্রাইভেট কারে মাদক নিয়ে যাচ্ছিলেন।

তারা হলেন,  সুজানগর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক টুটুল হক (৪৬) এবং সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দিন খান (৫২)। রবিউল হক টুটুল সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। তিনি সদর উপজেলার চরতারপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে ওই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু তিনি বিদ্রোহী প্রার্থী সিদ্দিকুর রহমানের কাছে বিপুল ভোটে পরাজিত হন।

অন্যদিকে গ্রেফতার রইছ উদ্দিন খান আতাইকুলা থানার ফারাতপুর গ্রামের মৃত জাবেদ আলী খান এর ছেলে। তিনি সাদুল্লাপুর সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনে সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তিনিও বিএনপি দলীয় স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলীম মোল্লার কাছে বিপুল ভোটে পরাজিত হন।

গ্রেফতার অন্যরা হলেন, সুজানগর উপজেলার ভবানীপুর গ্রামের মৃত সুদেব কর্মকারের ছেলে স্বপন কর্মকার (৪০), একই গ্রামের দেবেন্দ্রনাথ কর্মকারের ছেলে দিলীপ কুমার কর্মকার (৪৪) এবং আতাইকুলা থানার পাটুয়া গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আব্দুস সাত্তার (৫৯)।

র‌্যাব জানায়, রবিউল হক টুটুল ও রইছ উদ্দিন খান চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘ দিন ধরে অবৈধ মাদক দ্রব্য ফেনসিডিল নিজেদের হেফাজতে রেখে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এএসপি কিশোর রায় এর নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল জেলার সদর উপজেলার এবং পাবনা-সুজানগর সড়কের নলদহ এলাকায় চেক পোস্ট বসায়।

এসময় পাবনা হতে সুজানগরগামী একটি কারে অভিযান চালিয়ে ওই ২ আওয়ামী লীগ নেতা ও তাদের সহযোগীদের গ্রেফতার করে। তাদের কাছ থেকে ১১ বোতল ফেনসিডিল, ৬টি মোবাইল, ৮টি সিম এবং নগদ এক লাখ ২৫ হাজার তিনশ টাকা জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এর আগেও টুটুল চেয়ারম্যান মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। পরে তিনি জামিনে বেরিয়ে এসে আবারো মাদক ব্যবসা শুরু করেন।