• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৭ এপ্রিল, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

১৬০০ বন্দিকে মুক্তি দিচ্ছে মিয়ানমার জান্তা

আরব নিউজ, এএফপি

বৌদ্ধ নববর্ষ উপলক্ষ্যে মিয়ানমারের ১৬০০ বন্দিকে মুক্তি দেবে বলে জানিয়েছে মিয়ামারের জান্তা বাহিনী। রোববার সারা দেশের কারাগার থেকে সাধারণ ক্ষমায় তাদের মুক্তি দেওয়া হবে।

এরই মধ্যে ৪২ বিদেশিসহ ১৬১৯ বন্দিকে মাফ করা হয়েছে ও নতুন বছর উপলক্ষ্যে তাদের মুক্তি দেওয়া হবে বলে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা করা হয়েছে। তবে তাদের মধ্যে জান্তাবিরোধী বিক্ষোভকারীরা বা বন্দি সাংবাদিকরা থাকবেন কিনা সে বিষয়ে কিছু জানানো হয়নি।

এ খবরে এদিন সকালে বন্দি থাকা প্রিয়জনদের মুক্তির আশায় ইয়াঙ্গুনের ইনসেইন কারাগারের বাইরে ১০০ জনেরও বেশি লোক জড়ো হতে দেখা যায়।

তাদের মধ্যে এক নারী তার ভাতিজার জন্য অপেক্ষ করছিলেন। তার ১৯ বছর বয়সি ভাতিজাকে সামরিক বাহিনী উসকানি দেওয়ার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

মিয়ানমার সাধারণত তাদের বৌদ্ধ নববর্ষ উপলক্ষ্যে হাজার হাজার বন্দিকে সাধারণ ক্ষমা দিয়ে থাকে। কিন্তু এবারে রক্তক্ষয়ী দমন-পীড়নের কারণে অনেক বড় বড় শহরের রাস্তাও যেন নীরব হয়ে আছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে সামরিক অভ্যুত্থানে বেসামরিক অং সান সুচির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে। এর পর থেকেই দেশটিতে বিশাল বিক্ষোভ এবং কঠোর পরিস্থিতি গ্রহণ করা হয়।