• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৭ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ফেনীতে আ’লীগের ইউপি চেয়ারম্যান মানিক কারাগারে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ইয়াবা উদ্ধারের মামলায় ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক ওরফে মানিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার বিকালে অতিরিক্ত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন মুরাদ এই আদেশ দেন।

আজিজুল হক ফেনীর ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আজিজুল আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন।

চট্টগ্রাম পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ জানান, নগরের হালিশহর থানার ইয়াবা উদ্ধারের একটি মামলায় জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দেন। পরে আজিজুল হককে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, ৬ ফেব্রুয়ারি নগরের হালিশহর এলাকা থেকে ইয়াবাসহ এক নারীকে গ্রেফতার করে পুলিশ। তার নাম রেহেনা আক্তার। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে। গ্রেফতার আসামির কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে মাদক মামলায় আজিজুল হককেও আসামি করা হয়।

মামলার তদন্ত কর্মকর্তা হালিশহর থানার এসআই শহীদ উল্লাহ বলেন, গ্রেফতার ওই নারী জানিয়েছেন ইয়াবাগুলো আজিজুল হকের। এ জন্য তাকে ধরতে অভিযান চালানো হয়। কিন্তু তাকে গ্রেফতার করা যায়নি। তিনি আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

পরবর্তী শুনানির দিনে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হবে বলে জানান এসআই শহীদ উল্লাহ।