• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১৮ জুন, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মহানবী (সাঃ) কে কটুক্তির প্রতিবাদে এফবিজেও'র প্রতিবাদ সভা

সালাউদ্দিন আহম্মেদ

হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও দিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন কুমার জিন্দালের কটুক্তি ও কু- রুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন ( এফবিজেও) এর উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

গতকাল শনিবার বিকেল ৩টায় রাজধানীর বিজয়নগরে সাপ্তাহিক পত্রিকা সম্পাদক পরিষদের সেমিনার হলে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক পানি সম্পদ ও ধর্ম বিষয়ক মন্ত্রী আলহাজ্ব এম নাজিম উদ্দিন আল আজাদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর মহাসচিব মোঃ শামছুল আলম।

আরো উপস্থিত ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও) এর ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, আবু বকর সিদ্দিক, লুৎফুন নাহার রিক্তা, যুগ্ন মহাসচিব সৈয়দ ওমর ফারুক, সহ সাংগঠনিক সচিব হাবিবুর রহমান প্রধান, শাহাদাত হোসেন ভূঁইয়া, সহ দপ্তর সচিব উর্মি রহমান, প্রচার প্রকাশনা সচিব কাজী শাফিউর রহমান, মহিলা বিষয়ক সচিব মুনা ইসলাম, অর্থ বিষয়ক সচিব আব্দুল বাতেন সরকার, ঢাকা বিভাগীয় উপ কমিটির যুগ্মসাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, ক্রাইম প্রতিদিন পত্রিকার সম্পাদক ও কাফরুল প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ, কাফরুল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদসহ আরো অনেকে।

বক্তারা মহানবী (সা.)-কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ইসলাম ও মানবতার মুক্তির দূত মহানবী (সাঃ) এবং তাঁর পরিবার নিয়ে কটুক্তি সারা বিশ্বের মুসলমানদের চরমভাবে ক্ষুব্ধ করেছে। অনতিবিলম্বে কটূক্তিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় মুসলিম তৌহিদী জনতা কঠোর কর্মসূচি সহ বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করতে বাধ্য হবে।