• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২১ জুন, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বন্যার্তদের নৌকা ও ত্রাণ দিলেন শামীম ওসমানের ছেলে

ক্রাইম প্রতিদিন ডেস্ক

সিলেটের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমানের একমাত্র পছেলে ইমতিনান ওসমান অয়ন। 

মঙ্গলবার রাতে সিলেট সেনানিবাসে বাংলাদেশ সোনাবাহিনীর কাছে বানভাসি মানুষের জন্য ২টি র‌্যাফ্ট ( মেটালের বোট) এবং ১৬০০ মানুষের জন্য খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। 

যার মধ্যে ছিল  ১ কেজি চিড়া, ১ কেজি মুড়ি, গুড়, ম্যাচ বক্স, মোমবাতি, গুড়া দুধের প্যাকেট ও বিস্কুট। 

এর আগে মঙ্গলবার দুপুরে ঐ বোট ও ত্রাণ-সামগ্রী নিয়ে একটি বড় কাভার্ডভ্যান সিলেট সেনানিবাসের উদ্দেশ্যে রওনা হয়। 

এ ব্যপারে ইমতিনান ওসমান অয়ন জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি নৌকার অভাবে মানুষ পানিবন্দি অবস্থা থেকে বের হতে পারছে না। বিদ্যুৎ আর খাবারের অভাবে শিশুবাচ্চাগুলো কিভাবে কষ্ট পাচ্ছে! তাই সর্বপ্রথম আমার মনে হয়েছে সেখানে নৌকা প্রয়োজন, তাই আমি আমার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী ২টি র‌্যাফ্ট বা মেটালের নৌকা পাঠিয়েছি, যা দিয়ে অনন্ত ৩০জন মানুষ পারাপার বা ট্রান্সপোর্ট করতে পারবেন। 

অয়ন বলেন, যতকুটু পেরেছি শুকনো খাবার, মোমবাতি,ম্যাচ বাক্স দেয়ার চেষ্টা করেছি। এগুলো লাখ লাখ মানুষের তুলনায় অপ্রতুল ও অতি সামান্য। কিন্তু সামর্থ্যবানরা যদি এখনও এগিয়ে আসেন তাহলে আমরা সবাই মিলেই এই দুর্যোগকে কাটিয়ে আবারও স্বাভাবিক জীবন ফিরিয়ে দিতে পারবো তাদের।  

সেনাবাহিনীর মাধ্যমে এই ত্রাণ দেয়ার ব্যপারে অয়ন বলেন, দেশপ্রেমিকের সঠিক সংজ্ঞা ব্যাখ্যা দিতে গেলে শুধু এক বাক্যে বললেই চলে , সেটি হলো বাংলাদেশ সেনাবাহিনী। তাদের মাধ্যমে এই ত্রাণ ও নৌকা ২টির সঠিক ব্যবহার হবে বলে আমার বিশ্বাস, তাই আমি সেখানকার সেনা কর্মকর্তাদের যোগাযোগ করেছি। যারা জীবন বাজি রেখে সিলেটবাসীর পাশে আছেন।