• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ আগস্ট, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইসিতে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগে নতুন বিজ্ঞপ্তি কেন নয়

ক্রাইম প্রতিদিন ডেস্ক

আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচন কমিশনের আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট, রিট পিটিশন নম্বরঃ ৭১৯৩/২০২২

সারাদেশের নাগরিকদের জাতীয় তথ্যভান্ডার রক্ষনাবেক্ষন, স্মার্ট কার্ড মুদ্রন, ভোটার তালিকা রক্ষণাবেক্ষণ, ডাটা সেন্টার (ঘঙঈ) পরিচালনা এবং ইভিএম পরিচালনার এর মত স্পর্শকাতর বিষয় সমূহ রক্ষণাবেক্ষণ এবং পরিচালনার জন্য নির্বাচন কমিশনের আইডিইএ (২য় পর্যায়) প্রকল্পে সহকারী প্রোগ্রামার পদে আউটসোর্র্সিংয়ের মাধ্যমে জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ডঊউঙ কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে, এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লেষ্ট শাখায় নির্বাচন কমিশনের মূল প্রকল্পে (আইডিইএ) কর্মরত কয়েকজন কর্মকর্তা এ রিট দায়ের করেন। রিটে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন কর্তৃক নিয়োগ স্থগিতের পাশাপাশি রুলও চাওয়া হয়েছে। 

উল্লেখ্য সহকারী প্রোগ্রামার পিএসসির ৯ম গ্রেডের একটি পদ। আউটসোর্সিং জনবল সরবরাহকারী প্রতিষ্ঠান ডঊউঙ উক্ত পদে নিয়োগের জন্য প্রকাশিত বিজ্ঞাপনে কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা, ২০১৯ সংযুক্ত করে জনবল নিয়োগের জন্য দরখাস্ত আহবান করায় এর বৈধতা চ্যালেঞ্জ করে বিচারপতি জাফর আহমেদ এবং বিচারপতি মোঃ আখতারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ থেকে রিট দায়ের জন্য অনুমতি নেন বিজ্ঞ আইনজীবী মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া (বাংলাদেশ সুপ্রিম কোর্ট)