• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৮ আগস্ট, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

এফবিজেও'র উদ্যোগে শোক দিবস পালিত

মোঃ ইসমত দ্দোহা

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফিজেও) এর উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

২৮শে আগষ্ট রবিবার পল্টনস্থ গনস্বাস্থ্য হোমিও মিলনায়তনে ডেমরা প্রেসক্লাবের সভাপতি ও এফবিজেও‘র স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলামের চৌধুরী  সভাপতিত্বে ও এফবিজেও‘র মহাসচিব মোঃ শামছুল আলমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্মসচিব (অব:), স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের জাতীয় কনসালটেন্ট ড. শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ই-প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফজলুল করিম, এফবিজেও‘র যুগ্ন-সাংঘঠানিক সচিব শাহাদাত হোসেন ভূইয়া, অর্থ সচিব আব্দুল বাতেন সরকার, এফবিজেও‘র সাংগঠনিক সচিব ও শ্যামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনির হোসেন, শ্যামপুর প্রেস ক্লাব সভাপতি মোঃ শহিদুল ইসলাম জনি, কাফরুল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ক্রাইম প্রতিদিন পএিকার সম্পাদক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। 

আরো উপস্থিত ছিলেন, চন্দ্রগন্জ প্রেসক্লাবের সদস্য ও এফবিজেও‘র সহ-সাংগঠনিক সচিব মোঃ ইসমত দ্দোহা, তেজগাঁও প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন টিপু, কাফরুল প্রেসক্লাবের প্রচার সম্পাদক মোঃ সালাউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবৃন্দসহ এফবিজেও‘র সকল পর্যায়ের সদস্যগণ।

সংক্ষিপ্ত বক্তবে প্রধান অতিথি ড. শাহাদাত হোসেন বলেন, জাতির পিতা না থাকলে আমরা আজ  স্বাধীন দেশ, পতাকা পেতাম না। স্বাধীনভাবে কাজ করতে পারতাম না, কুচক্রী মহল জাতির পিতাকে হত্যা করলেও তাঁর আদর্শ হত্যা করতে পারেনি, পারবেও না কোন দিন।

অনুষ্ঠান শেষে ১৫ ই আগস্টের শহীদদের রুহের মাখফেরাত কামনা করে দোয়া করা হয় এবং তবারক বিতরনের মাধ্যমে শেষ হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল