• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩১ আগস্ট, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

দুই যুগ পর বিএনপির সব আসামি খালাস

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে ২৪ বছর পর ১৪৪ ধারা ভঙ্গের এক মামলার রায় ঘোষণা করা হয়েছে। রায়ে এ মামলার সব আসামি বেকসুর খালাস পেয়েছেন। আসামিরা সবাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মঙ্গলবার রাজশাহী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার রায় ঘোষণা করা হয়। মামলার অভিযোগপত্রে মোট ৪৬ জন আসামি ছিলেন।

আসামিপক্ষের আইনজীবী মুন্সি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯৯৮ সালে আওয়ামী লীগ সরকারের শাসনামলে পুঠিয়া উপজেলার শিবপুরে ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগে মামলাটি দায়ের হয়েছিল। প্রথমে এজাহারে আসামি ছিলেন ২৪ জন। এরপর অভিযোগপত্রে তা বাড়িয়ে ৪৬ জন করা হয়। অভিযোগপত্রে পুলিশের কাজে বাধা দেওয়াসহ আরও কয়েকটি অপরাধের ধারা যুক্ত করা হয়েছিল। রায়ে সব আসামি খালাস পেয়েছেন।

তিনি জানান, এ মামলায় বিএনপির সাবেক মন্ত্রী কবীর হোসেন, প্রয়াত কামরুল মনির, সাবেক এমপি নাদিম মোস্তফা, বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু বকর সিদ্দিকসহ প্রভাবশালী অনেকেই আসামি ছিলেন।

তিনি আরও জানান, এর মধ্যে কামরুল মনির মারা গেছেন। রায় ঘোষণার দিন অসুস্থতার কারণে অনুপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী কবীর হোসেন, সাবেক এমপি নাদিম মোস্তফাসহ কয়েকজন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে না পারায় আদালত সবাইকেই খালাস দিয়েছেন।