• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩ সেপ্টেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভাসির্টি'র দায়িত্ব হস্তান্তর

ক্রাইম প্রতিদিন ডেস্ক

প্রথমবারের মতো ইনস্টলেশন ও ইনডাকশন সিরিমনি এবং চার্টার প্রেজেন্টেশন প্রোগ্রামের  আয়োজন করেছে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি।

নতুন কমিটির সদস্যদের শপথ গ্রহণ করে দায়িত্ব হস্তান্তরের মাধ্যমে শুক্রবার (০২ সেপ্টেম্বর)  সকাল ১১টায় বিজ্ঞান অনুষদের হলরুমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, বিশেষ অতিথি হিসেবে ছিলেন লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির উপদেষ্টা একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: মিজানুর রহমান। আরো উপস্থিত ছিলেন লায়ন এস কে আনিসুর রহমান, লায়ন মো: রবিউল ইসলাম রাজু পি এম জি এফ, লায়ন আজহার মাহমুদ পি এম জি এফ, লায়ন এ কে এম মোস্তাফিজুর রহমান, লায়ন মো: রাশিদুল ইসলাম সানি, লায়ন কাজী মো: খালেকুজ্জামান, লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ সহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লিও শিক্ষার্থীরা।

নবনির্বাচিত সভাপতি লিও রাশেদুল ইসলাম বলেন, ‘আমি নতুন দায়িত্ব পেয়ে খুবই আনন্দিত। সকলের সহযোগিতায় এই লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটিকে অনেক দূরে নিয়ে যেতে চাই।’

এই ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটি বৃক্ষরোপণ সহ অন্যান্য ভালো কাজ করে বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য তথা পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করেছে। উপস্থিত লায়নদের আমি বলতে চাই আপনারা আমার শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ইন্টার্নশিপ ও ট্রেনিং এর ব্যবস্থা করে দিবেন যাতে করে তারা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করতে পারে।’

উল্লেখ্য, ২০১৯ সালে ফেব্রুয়ারিতে ১৫০ জন লিও নিয়ে লিও ক্লাব অফ কুমিল্লা ইউনিভার্সিটির যাত্রা শুরু হয় এবং এটি লায়ন্স ক্লাব অফ ঢাকা কিংস কতৃক পরিচালিত।