• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ সেপ্টেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

প্রিন্ট সাংবাদিকতার পরিভাষা । Terminology of print journalism

ক্রাইম প্রতিদিন ডেস্ক

প্রিন্ট সাংবাদিকতার পরিভাষা (Terminology of print journalism): যে শব্দের মাধ্যমে কোন বিষয়কে সংক্ষেপে ও  সুুনির্দিষ্টভাবে প্রকাশ করা হয় তাকে পরিভাষা বলে৷ সাংবাদিকতায় প্রিন্ট, অনলাইন ও সম্প্রচার মাধ্যমের জন্যে আলাদা আলাদা পরিভাষা রয়েছে। নিচে প্রিন্ট মাধ্যমের ৫০ টি পরিভাষা প্রকাশ করা হলো।

১. কিস (Kiss): Keep it Short and Simple কে সংক্ষেপে কিস বলা হয়। সহজ ও সরলভাবে সংবাদ লেখার কৌশলকে কিস বলা হয়। 

২. হলুদ সাংবাদিকতা (Yellow Journalism): সংবাদক্ষেত্রে রিপোর্টিংয়ে চমক সৃষ্টি, বানোয়াট ও ভিত্তিহীন খবর প্রচার করাকে হলুদ সাংবাদিকতা বলে। জোসেফ পুলিৎজার ও উইলিয়াম রেডলফ হার্স্ট এর প্রবর্তক।

৩. উইপ (Wipe): একটি দৃশ্য অন্য একটি দৃশ্যকে পর্দা থেকে ঠেলে বের করে দিচ্ছে এমন দৃশ্যান্তর প্রক্রিয়াকে উইপ বলে। 

৪. শব্দ মিতব্যয়ী নীতি (Word Economy): কম শব্দে স্বল্প সময়ে সহজ সরল ভাষায় পাঠকের কাছে পরিচিত নূন্যতম শব্দে লেখা,নির্ভুল,পাঠযোগ্য ও নির্যাসপূর্ণ বক্তব্য পরিবেশনের কৌশলকে শব্দ মিতব্যয়ী নীতি বলে।

৫. আগ্রহের ত্রিবলয় (Three wings of rings): সম্পাদকীয় নীতি, পাঠকের সম্ভাব্য আগ্রহ ও পাঠকের প্রকৃত আগ্রহের উপর ভিত্তি করে ফিচার পরিকল্পনার কৌশলকে আগ্রহের ত্রিবলয় বলা হয়।

৬. থার্টি/৩০ (Thirty/30): সংবাদ সমাপ্তি নির্দেশক বা সম্পাদনা চিহ্নকে থার্টি বলা হয়।

৭. ট্যাবলয়েড (Tabloid): প্রচলিত ব্রডশীট কাগজের অর্ধেককে ট্যাবলয়েড বলা হয়। 

৮. উপরিতল সংবাদ (Surface News): গভীর অনুসন্ধান ও দীর্ঘ কোনো পরিকল্পনা ব্যাতিরেকে আমাদের চারপাশ থেকে প্রতিনিয়ত যেসব সাদামাটা সংবাদ সংগ্রহ করা হয় তাকে উপরিতল সংবাদ বলে।

৯. সাব-হেড (অনুশিরোনাম): সাব-হেড হলো প্রতিবেদনের ভিতরের ছোট শিরোনাম। কোন একটি সংবাদে যখন ঘটনা বা বিষয়বস্তকে ছোট ছোট শিরোনামে বিন্যস্ত করে সাজিয়ে লেখা হয় তখন ভিতরের ছোট শিরোনামকে সাব হেড বা অনুশিরোনাম বলে।

১০. ফলাও শিরোনাম (Screamer): পাঠকের মনোযোগ আর্কষণের উদ্দেশ্যে বড় করে স্বতন্ত্র যে শিরোনাম ব্যবহার করা হয় তাকে ফলাও শিরোনাম বলে। 

১১. স্ট্যাট (Stet): ভুল করে শব্দ বা বাক্যাংশ কেটে ফেলার পর পুনরায় সেগুলো বহাল রাখার নির্দেশকে স্ট্যাট বলে।

১২. ব্যাঙ্ক (Bank): বড় বা মূল শিরোনামের নিচে ছোট শিরোনামকে ব্যাঙ্ক বলে।

১৩. ডেক (Deck): মূল বা বড় শিরোনামের উপরের শিরোনামকে ডেক বলে। 

১৪. স্কুপ (Scoop): অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর যা শুধু একটি পত্রিকা প্রকাশ করতে সক্ষম হয়েছে। সাধারণত স্কুপ হয়ে থাকে ব্যাপক চাঞ্চল্যকর ও অনুসন্ধানমূলক দুর্লভ সংবাদ কাহিনি। 

১৫. Jump (জাম্প): পত্রিকায় সংবাদ কাহিনির এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় যাওয়াকে জাম্প বলে।

১৬. অনুরণন (Resonance): দর্শকের প্রত্যাশার সঙ্গে মিল আছে এমন জীবন ঘনিষ্ঠ টেলিভিশনের অনুষ্ঠান দেখার পর দর্শকের অনুভূতি। 

১৭. পুনর্লিখন (Rewriting): সংবাদ কাহিনির বিষয়বস্তু ঠিক রেখে লেখার আঙ্গিকে প্রয়োজনীয় পরিবর্তন এনে নতুনভাবে ঘটনার বিবরণী লেখাকে পুনর্লিখন বলে।

১৮. প্রুফ (Proof): লেখার ভাষাকে ব্যাকরণগতভাবে ত্রুটিমুক্ত করার প্রক্রিয়াকে প্রুফ বলে।

১৯. প্রেস ব্রিফিং (Press Briefing): প্রেস ব্রিফিং বা সংবাদ সম্মেলন হল এমন একটি মিডিয়া ইভেন্ট বা সাক্ষাৎকার যেখানে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ অথবা কোনো সংস্থার পক্ষ থেকে মুখপাত্রের মাধ্যমে একতরফা বক্তব্য উপস্থাপন করা হয়। এক্ষেত্রে দ্বিমুখী প্রশ্নোত্তরের সুযোগ নেই। 

২০. প্রেস কনফারেন্স (Press Conference): প্রেস কনফারেন্স হলো এক ধরণের আনুষ্ঠানিক সাক্ষাৎকার যেখানে কোনো বিশিষ্ট ব্যক্তি, ব্যক্তিবর্গ ও সংগঠন জনগণকে তাদের বক্তব্য জানানোর জন্য সাংবাদিকদের একটি নির্দিষ্ট স্থানে আমন্ত্রণ জানায়। এক্ষেত্রে দ্বিমুখী প্রশ্নোত্তরের সুযোগ রয়েছে। 

২১. পয়েন্ট (Point): হরফ পরিমাপের একক। এক ইঞ্চির ৭২ ভাগের এক ভাগকে পয়েন্ট বলে।

২২. বাইলাইন (Byline): সংবাদ বিবরণীর উপরে রিপোর্টারের নামসহ প্রতিবেদনকে বাইলাইন বলা হয়।

২৩. শোক সংবাদ (Obituary): সংবাদপত্রে প্রকাশিত মৃত্যুর সংবাদ। 

২৪. অব দ্যা রেকর্ড (Off the record): মুখে বলা হলেও ছাপানো যাবে না এমন তথ্যকে অব দ্যা রেকর্ড বলে। 

২৫. সোর্স (Source): কোনো ব্যক্তি, স্থান বা নথিপত্র থেকে সাংবাদিক যে তথ্য সংগ্রহ করে তাকে সোর্স বলে।

২৬. সংবাদ চেতনা (News Sense): কোন একটি ঘটনা সংবাদ হবে কি হবে না এর গুরুত্ব বুঝতে পারাকে সংবাদ চেতনা বলে।

২৭. সংবাদ শীর্ষ (News Lead): সংবাদের সংক্ষিপ্ত রুপ বা মূল তথ্য, যা অল্প ভাষায় পুরো সংবাদকে বর্ণনা করে। সংবাদ শীর্ষকে সংবাদের ইন্ট্রো ও বলা হয়ে থাকে।

২৮. নারকোটিক ডিসফাংশন (Narcotic Dysfunction): পুনঃপুন একই ঘটনার সংবাদের জন্যে সংবাদের প্রকৃতমূল্য হ্রাস পাওয়া এবং অনুরূপ সংবাদের প্রতি পাঠকের আগ্রহ ও আর্কষণ কমে যাওয়াকে নারকোটিক ডিসফাংশন বলে। 

২৯. সংবাদ রসায়ন (News Chemistry): সংবাদে এমন কিছু উপাদান রয়েছে যার একটির সঙ্গে আরেকটির সম্পৃক্ততা ঘটলে তাতে রাসায়নিক বিক্রিয়ার ন্যায় নিজস্ব স্বাভাবিক মাত্রার পরিবর্তে একপ্রকার তৃতীয় শক্তিশালী মাত্রা সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় সংবাদ মূল্য নির্ধারিত হওয়াকে সংবাদ রসায়ন বলে।

৩০. নিউজ ব্রেক (News Break): চলমান কোনো সংবাদ ঘটনা নতুন দিকে মোড় নিলে তাকে নিউজ ব্রেক বলে। 

৩১. সংবাদ গণিত (News Arithmetic): সংবাদ মূল্য নির্ধারক উপাদানগুলোর মধ্যে কিছু উপাদান আছে যার সঙ্গে অপর কোনো উপাদান যুক্ত হলে তার মূল্য স্বাভাবিক গাণিতিক নিয়মে বৃদ্ধি পায়। এরূপ সংবাদ মূল্য নির্ধারণ প্রক্রিয়াকে সংবাদ গণিত বলে। 

৩২. নেমপ্লেট (Name Plate): সংবাদপত্রের প্রথম পাতার শীর্ষে পত্রিকাটির নামফলক। 

৩৩. ডি-নোট (Defence Note): সংবাদ সম্পর্কিত সরকারি পরামর্শ বা ব্যাখাকে ডি-নোট বলে। 

৩৪. মর্গ (Morgue): সংবাদমাধ্যমের রেফারেন্স সেকশন। একে তথ্য সংরক্ষণাগারও বলা হয়।

৩৫. মন্তাজ (Montage): অর্থপূর্ণ বা অর্থহীন ছবিকে একসঙ্গে সমন্বয়ের মাধ্যমে একটি সামগ্রিক অর্থ গড়ে তোলার কৌশলকে মন্তাজ বলে। 

৩৬. মাস্টহেড (Masthead): সম্পাদকীয় পাতায় প্রধান সম্পাদকীয় উপরে সন-তারিখ, বারসহ প্রথম পাতার তুলনায় অপেক্ষাকৃত ছোট হরফে মুদ্রিত সংবাদপত্রের নামকে মাস্টহেড বলে 

৩৭. মেক-আপ (Make up): সংবাদপত্রের সংবাদ প্রতিবেদন, ছবি ও অন্যান্য অঙ্গসজ্জা সহযোগে তৈরি পত্রিকার পৃষ্ঠসজ্জাকে মেক-আপ বলে। 

৩৮. ম্যাগাজিন (Magazine): একটি সুনির্দিষ্ট বিরতিতে প্রকাশিত সাময়িকপত্রকে ম্যাগাজিন বলে। 

৩৯. অপলেখ (Libel): প্রকাশিত বা প্রচারিত কোন তথ্য যা কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করে। তাকে বাংলায় বলা হয় অপলেখ।

৪০. লিডার (Leader): সংবাদপত্রের প্রধান সম্পাদকীয়কে লিডার বলা হয়।

৪১. লিডারেট (Leaderett): সংবাদপত্রের দ্বিতীয় সম্পাদকীয়কে লিডারেট বলে।

৪২. প্রধান সংবাদ (Lead News): দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যা পত্রিকার প্রথম পাতার শীর্ষস্থানে কয়েক কলাম জুড়ে ছাপা হয় তাকে প্রধান সংবাদ বলে। 

৪৩. জিপিং (Zipping): পূর্বে ধারণকৃত কোন টেলিভিশন প্রোগ্রাম দেখার সময় বিজ্ঞাপন এড়ানোর ব্যবস্থাকে জিপিং বলা।

৪৪. কিল১ (Kill 1): কম্পোজ করা কোন সংবাদ কাহিনি বাদ দেওয়ার নির্দেশনাকে কিল ১ বলা হয়। এটি হচ্ছে প্রিন্ট মিডিয়ার জন্যে। 

৪৫. কিল২ (Kill 2): সম্প্রচারিতব্য কোন সংবাদ বাদ দেওয়া কিল২ বলে। এটি হচ্ছে ব্রডকাস্ট মিডিয়ার জন্যে।

৪৬. জাম্পহেড (Jump Head): পত্রিকার এক পৃষ্ঠা থেকে অন্য পৃষ্ঠায় জাম্প করা সংবাদের যে ছোট শিরোনাম দেওয়া হয় তাকে জাম্পহেড বলে।

৪৭. জার্গন (Jargon): অপরিচিত কোন শব্দ দিয়ে বাক্য বলার প্রবণতাকে জার্গন বলে। 

৪৮. অনুসন্ধানমূলক সংবাদ (Investigative News): লোকচক্ষুর আড়ালে থাকা কোনো সংবাদকে অনুসন্ধান করে তথ্য, উপাত্ত, প্রমাণের মাধ্যমে প্রকাশ করাকে অনুসন্ধানমূলক সংবাদ বলে।

৪৯. ক্রেডিট লাইন (Credit Line): সংবাদ কাহিনির শুরু বা শেষে সংবাদ উৎসের নাম উল্লেখিত পঙক্তিকে ক্রেডিট লাইন বলা হয়।

৫০. হ্যান্ড আউট (Hand Out): সংবাদমাধ্যমে প্রকাশের জন্যে সরকারের তথ্য বিভাগ বা অন্য কোন প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরবরাহ করা অনানুষ্ঠানিক তথ্য বিবরণী। 

লেখকঃ 
এ জেড এম মাইনুল ইসলাম পলাশ

রেফারেন্সঃ
১. News Reporting and Writing- Melvin Mencher
২. রিপোর্টিং-সুধাশু শেখর রায়
৩. https://www.thenewsmanual.net/Resources/glossary.html
৪. http://www.encoreleaders.org/wp-content/uploads/2013/06/WSJ-terminology.pdf
৫. https://nieonline.com/coloradonie/downloads/journalism/GlossaryOfNewspaperTerms.pdf