• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ সেপ্টেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বিএনপির বিক্ষোভ সমাবেশে হামলা, ২০ নেতাকর্মী আহত

ক্রাইম প্রতিদিন ডেস্ক

পটুয়াখালীর মির্জাগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশি বাধাসহ যুবলীগ-ছাত্রলীগের হামলায় বিএনপির ২০ নেতাকর্মী আহত হয়েছেন। তবে পুলিশ ও আ.লীগ নেতাকর্মীরা বলছেন এ ধরনের কোন ঘটনা ঘটেনি। 

কেন্দ্রীয় বিএনপির পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় বিক্ষোভ চলাকালীন পুলিশের গুলিতে ছাত্রদল সভাপতি নূরে আল, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম ও নারায়নগঞ্জে যুবদল নেতা শাওনকে হত্যার  প্রতিবাদে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এসময়ে পুলিশি বাধার মুখে পরেন উপজেলা বিএনপির নেতাকর্মীরা। 

উপজেলা বিএনপির আহবায়ক মো.আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক আবদুর রশিদ চুন্নু মিয়া, সদস্য সচিব  স্নেহাংশু  সরকার কুট্টি, জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা ছাত্রদল সভাপতি সফিউল ইসলাম উজ্জ্বল প্রমূখ।

বুধবার সকালে উপজেলার সুবিদখালী সরকারি কলেজ রোড এলাকা থেকে বিএনপির বিক্ষোভ মিছিল বের হয়। পরে উপজেলা শহরে যেতে চাইলে দারুসসুন্নাত ফাজিল মাদ্রসার সামনে পুলিশি বাধার সম্মুখীন হয়। 

উপজেলা বিএনপির আহবায়ক মো. আশ্রাফ আলী হাওলাদার জানান, সমাবেশ শেষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বাড়ি ফেরার পথে ছাত্রলীগ-যুবলীগ নেতাদের হামলায় জেলা বিএনপির সদস্য ও মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন চৌধুরী পাশা, সাধারণ  সম্পাদক পলাশ, সাবেক ছাত্রদল সভাপতি আসাদুজ্জামান সুমন তালুকদার, আমড়াগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলামসহ ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন। 

এ বিষয় উপজেলা যুবলীগ সভাপতি জহিরুল ইসলাম লোটাস ও ছাত্রলীগ সম্পাদক রাকিব মৃধা বলেন, বিএনপির ওপর কোন হামলার ঘটনা ঘটেনি, তারা বিক্ষোভ মিছিলের নামে বিশৃঙ্খলা করতে চাইলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

মির্জাগঞ্জ থানার ওসি মো. আনোয়ার হোসেন তালুকদার বলেন, বিএনপির ওপর কোন ধরনের বাধা বা হামলার ঘটনা ঘটেনি। বিএনপি রাস্তা আটকিয়ে বিক্ষোভ করার কারণে তাদের রাস্তা থেকে সুশৃঙ্খলভাবে সরিয়ে দেয়া হয়েছে।