• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১০ সেপ্টেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ছাত্রদলের ৩ নেতাকে কুপিয়ে জখম

ক্রাইম প্রতিদিন ডেস্ক

রাজধানীর কদমতলীর দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের তিন নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কদমতলী থানা ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান (২৫) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান সুজন (২৬) ও মুন্না (২৩)।

আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান ইব্রাহিম নামে এক ব্যক্তি। তিনি বলেন, দয়াগঞ্জ মোড় ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মিলে হঠাৎ করে দেশি ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজনই আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, দয়াগঞ্জ এলাকা থেকে তিনজনকে ঢামেক হাসপাতালে আনা হয়। এদের মধ্যে আরিফুর রহমানকে পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয় ও আশিকুর রহমান সুজনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আর মুন্নাকে জরুরি বিভাগ থেকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কেন এ ঘটনাটি ঘটেছে সে সর্ম্পকে আহতরা এখনো কিছু বলেননি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

এদিকে ছাত্রদলের তিন নেতা-কর্মীর ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক মাহমুদ জুয়েল।

সাইফ মাহমুদ জুয়েল বলেন, এই ফ্যাসিস্ট সরকার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে বাধাগ্রস্ত করার লক্ষ্যে সুপরিকল্পিতভাবে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের টার্গেট করে হামলা-মামলা ও নির্যাতন চালাচ্ছে। আর সেই টার্গেটের প্রথম তালিকায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলের নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে অন্যায়ভাবে চালানো এ সকল হামলা-মামলার প্রতিশোধ নেবে ছাত্রদল।