• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৯ সেপ্টেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নকল ‍ওষুধ বিক্রি করায় ফার্মেসি মালিককে জরিমানা

ক্রাইম প্রতিদিন ডেস্ক

ঢাকার দোহার উপজেলার জয়পাড়া সরকারি হাসপাতাল রোড ও হাইস্কুল মার্কেটের বিভিন্ন ফার্মেসিতে অভিযান পরিচালনা করেছে বিভাগীয় ওষুধ প্রশাসন অধিদপ্তর। বৃহস্পতিবার সকাল থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলমের নির্দেশে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুস্তাফিজুর রহমান জয়পাড়ায় বিভিন্ন ফার্মেসিতে নকল, ভেজাল, মেয়াদত্তীর্ণ ওষুধ রাখাসহ ফিজিসিয়ান স্যাম্পল রেখে তা বিক্রি ও ড্রাগ লাইসেন্স না থাকায় হাবীবা ফার্মেসিকে ৩০ হাজার, চিশতিয়া ফার্মেসিকে ১০ হাজার, সাদিয়া ফার্মেসিকে ১৫ হাজার, জয়পাড়া ফার্মেসিকে ৩ হাজার, তৃষা ফার্মেসিকে ২ হাজার ও আকরাম ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করে। 

এ সময় সাদিয়া ফার্মেসির প্রধান শাখা বন্ধ করে দেওয়া হয়। তবে সাদিয়া ফার্মেসি-২ ও সমাধান ডায়াগনস্টিকের সিঁড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ফিজিসিয়ান স্যাম্পল জব্দ করা হয়। পরে জব্দকৃত ওষুধ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসা নিতে আসা রোগীদের মাঝে বিনামূলে বিতরণ করার জন্য কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয় বলে জানা যায়।  

অভিযান পরিচালনার সময় ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. মুহিদ ইসলাম বলেন, অবৈধ ওষুধ, ড্রাগ লাইসেন্স না থাকার জন্য আমরা আজকে এখানে তদারকি করছি। লাইসেন্স ছাড়া কেউই ফার্মেসি চালাতে পারবে না। যদি কেউ চালায় আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপস্থিত ছিলেন- ওষুধ প্রশাসন অধিদপ্তরের বিভাগীয় সহকারী পরিচালক মো. মুহিদ ইসলাম, দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. মো. জসিম উদ্দিন, স্বাস্থ্যসেবা বিভাগের মোস্তাফিজুর রহমান মারুফ, ঔষধ পরিদর্শক এবিএম মাহমুদুল ইসলাম, রোগ নিয়ন্ত্রণ ডা. উম্মে হোমায়রা, ডা. মো. শামীম হোসেন প্রমুখ।