• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৩ অক্টোবর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

‘একনায়কত্ব ও অগণতান্ত্রিক ব্যবস্থার কারনে দেশে দুর্ভিক্ষ আসে’

মোঃ ইসমত দ্দোহা

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, একনায়কত্ব ও অগণতান্ত্রিক ব্যবস্থার কারনেই যে কোন দেশে দুর্ভিক্ষ আসতে পারে, খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয়না। দুর্নীতির কারনে বাজারে খাদ্যদ্রব্য থাকলেও আর্থিক সংকটের কারনে সবাই খাদ্য কিনতে হিমশিম খাচ্ছে শুধুমাএ গুটি কয়েক মানুষের হাতেই টাকা থাকে তারাই কৃত্রিম সংকট তৈরী করে একটা দেশকে দুর্ভিক্ষের দিকে নিয়ে যেতে পারে। সরকার দুর্নীতিবাজদের আটক না করে দেশের জনগণকে আতংকে রাখার জন্য আগাম দুর্ভিক্ষের ঘোষণা দিচ্ছে যা একটা দেশের জন্য দুঃখজনক।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের অনন্য সৃষ্টি উপজেলা ব্যবস্থা প্রবর্তন দিবসের আলোচনা সভায় সভাপতি ও প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি।

১৯৮৪ সালের ২৩ শে অক্টোবর প্রশাসনিক সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই তিনি প্রশাসনিক বিকেন্দ্রিকরনের এই পদ্ধতি প্রবর্তন করেন। কিন্তু ৯০ তে বিএনপি সরকার উপজেলা পদ্ধতি বাতিল করে দিলেও জনগণের চাপে তা বহাল করেন,  আওয়ামী লীগ সরকারও দায়সারা ভাবেই উপজেলা পদ্ধতি চালু রাখলেও তা জীবন্ত লাশ হয়ে আছে বলে মন্তব্য করেন জী এম কাদের।

এরশাদ সরকারের নেওয়া ঔষধনীতি, জাতিসংঘের সেনা পাঠানো, প্রশাসন বিকেন্দ্রীকরনের সুবিধা সমূহ দেশের মানুষ পাচ্ছে উল্লেখ করে তিনি বলেন বর্তমান সরকার কিংবা দেশের রাজনৈতিক দলগুলো এইসব ভালো উদ্যোগের কথা কখনো বলতে চায়না।

বনানী চেয়ারম্যানের কার্যালয়ে  আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির বর্তমান মহাসচিব মজিবুল হক চুন্নু এমপি, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার এমপি সহ প্রেসিডিয়াম সদস্য,  কেন্দ্রীয় ও মহানগর নেতারা।