• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২০ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ডাটাবেইজ তৈরী করে সাংবাদিকদের আইডি কার্ড দিবে প্রেস কাউন্সিল

ক্রাইম প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন শীঘ্রই দেশের সব সাংবাদিকদের ডাটা বেইজ এর আওতায় আনা হবে। তাহলে প্রকৃত সাংবাদিকের সংখ্যা বেরিয়ে আসবে।

ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে প্রত্যেক সাংবাদিককে আইডি কার্ড দেওয়া হবে। ফলে যে কেউ চাইলেই নিজেদের প্রেসম্যান হিসেবে পরিচয় দিতে পারবেন না। যাঁরা প্রকৃত সাংবাদিক, তাঁরাই টিকে থাকবেন।

তিনি বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ১১ টায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজ কনফারেন্স রুমে কক্সবাজারের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে দেশের সব সাংবাদিককে প্রশিক্ষণের আওতায় আনা হবে। মফস্বল সাংবাদিকসহ সব সাংবাদিকের জন্য আর্থিক তহবিল গঠন করা হবে, যাতে কোনো সাংবাদিক আহত হলে চিকিৎসার জন্য সহায়তা করা যায় অথবা মারা গেলে তাঁর পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া যায়। তিনি মুজিববর্ষে কক্সবাজার প্রেস ক্লাবে বঙ্গবন্ধর নামে একটি কর্ণার স্থাপন করার অনুদানও ঘোষানা করছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উর রহমানের সভাপতিত্বে এবং যুগ্ম সচিব ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মো. শাহ আলম এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য ইকবাল সোবহান চৌধুরী। ইকবাল সোবহান চৌধুরী বলেন, বিভিন্ন পেশার চেয়ে সাংবাদিকতা পেশ খুবই গুরুত্বপূর্ন,কারণ বাংলাদেশ সংবিধানে সাংবাদিকদের অধিকার ও স্বাধিনতার কথা বলা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমলে ১৯৭৪ সালে প্রেস কাউন্সিল গঠিত হয়। তিনি সে সময়ে সাংবাদিকদের কথা চিন্তা করে তাদের রুটি – রুজির কথা চিন্তা করে নিউজ পেপার এমপ্লয়িজ গঠন করেন এবং ওয়েজ বোর্ড অনুযায়ী তাদের বেতন ভাতার ব্যবস্থা করেন।

তিনি আরো বলেন, সাংবাদিকতা পেশায় শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। এবং তাদের পেশাগত মানোন্নয়নের জন্য প্রেস কাউন্সিল সারা দেশে উদ্যোগ নেয়া হয়েছে। সাংবাদিকদের চিন্তা করতে হবে তিনি সাংবাদিক ছাড়াও এদেশের একজন নাগরিক। সাংবাদিকদেরও দেশের প্রচলিত আইন কানুন মেনে চলতে হবে। আর সাংবাদিকতা পেশা যদি মর্যদা হারায় তাহলে সুফল আসবে না।

কক্সবাজার জেলা প্রশাসনের সহযোগিতায় সংবাদপত্র ও সাংবাদিকতার মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত সমতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন কক্সবাজার প্রেস ,কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের কর্মকর্তা ও সদস্যরা।