• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৪ অক্টোবর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

বাংলাদেশ পৃথিবীর ৩য় ধান উৎপাদনকারী দেশ: কৃষি সচিব

আমিনুল ইসলাম রিপন

কৃষি মন্ত্রণালয়ের সচিব সায়েদুল ইসলাম বলেছেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে তৃতীয় অবস্থানে আছে।

ডিপ্লোমা কৃষিবিদ দিবস ২০২২ উপলক্ষে আ.কা.মু. গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

কৃষি সচিব বলেন, বর্তমানে বাংলাদেশ বিশ্বে ধান উৎপাদনে ৩য়, সবজি উৎপাদনে ৩য়, আম উৎপাদনে ৭ম, আলু উৎপাদনে ৭ম এবং পেয়ারা উৎপাদনে ৮ম স্থানে থেকে বিশ্বপরিমণ্ডলে সমাদৃত। বিশ্বে ধান, পাট, কাঁঠাল, আম, পেয়ারা ও আলু এবং সবজি ও মৎস্য-উৎপাদনে বাংলাদেশ আজ দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সালে খাদ্যশস্যের উৎপাদন ছিল ৩ কোটি ৩৮ লাখ ৩৩ হাজার মেট্রিক টন। বর্তমানে খাদ্যশস্যের উৎপাদন বেড়ে হয়েছে ৪ কোটি ৫৩ লাখ ৪৪ হাজার মেট্রিক টন।

তিনি আরো বলেন, উপসহকারী কৃষি কর্মকর্তারা হলেন কৃষির প্রাণ তারা বাংলাদেশের প্রতিটি ব্লকে কৃষকের/কৃষানীর পরামর্শ দিয়ে থাকেন। মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা আমাদের বলেছেন, আগামী বছরে খাদ্য সংকট হতে পারে। তাই বাংলাদেশের একটু আবাদী জমিও যেন অনাবাদি না থাকে। জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিসিএস কৃষি কর্মকর্তাদের ১ম শ্রেণীতে উন্নিত ও ডিপ্লোমা কৃষিবিদদের ২য় শ্রেণীতে উন্নিত করেন। আমাদের আমদানী নির্ভরতা কমাতে হবে উত্পাদন বাড়াতে হবে। আমরা ধারনা করেছিলাম এ বছর আমন ধানের লক্ষ্য মাত্রা অর্জন হবে না কিন্তু উত্পাদনের কৌশল ও সেচ ব্যবস্থার মাধ্যমে আমন ধানের লক্ষ্য মাত্রা অর্জিত হয়েছে। 

সভায় সভাপতিত্ব করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের আহ্বায়ক সেলিম হোসেন ভূইয়া, অনুষ্ঠান পরিচালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের সদস্য সচিব মিন্টু খান।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহা-পরিচালক বেনজির আলম, বিসিএস (কৃষি) এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বঙ্গবন্ধু ডিপ্লোমা কৃষিবিদ পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী চৌধুরী, বছরব্যাপী ফল উত্পাদনের মাধ্যমে পুষ্টি উন্নয়ন প্রকল্পের পরিচালক মেহেদী মাসুদ, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সেচ বিষয়ক সম্পাদক আলহাজ রাশেদ খান। 

আরো উপস্থিত ছিলেন, বিসিএস কৃষি, উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশনের নেতৃবৃন্দ।