• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ ডিসেম্বর, ২০২২ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শুভ জন্মদিন মানবতার ফেরিওয়ালা লায়ন এ জেড এম মাইনুল ইসলাম

মোঃ ইসমত দ্দোহা

বিশ্ববলয়ে মাঝে মাঝে অসামান্য বিরল কিছু মানুষের দেখা মেলে। যাঁরা সাধারণ জীবন যাপনের মধ্যে দিয়ে বেড়ে উঠে একসময় শ্রম-মেধা সৃজনশীলতা সর্বোপরি জনকল্যাণ দায়িত্ববোধের সর্বোচ্চ প্রকাশ দেখিয়ে গভীর স্বপ্নবিলাসী আত্মজিজ্ঞাসার সার্থক বাস্তবায়ন ঘটিয়ে জাগিয়ে তোলেন জনপদ-জনসমাজ, জনগোষ্ঠী এবং স্বদেশকে। কোন অহংবোধ নয়, কোন আত্মকেন্দ্রিকতা নয়, কোন কুক্ষিগত স্বেচ্ছাচারের প্রতিভূ নয়, জনমানুষের সঙ্গে সংযুক্ত থেকে স্বচ্ছতা নিয়ে তাঁর পথচলা দেশ গড়ার নির্মোহ অবিচল সংগ্রাম তাকে কালের পাতায় করে তোলে সর্বজন বরণীয় স্মরণীয় ব্যক্তিত্ব হিসেবে। তাঁর কীর্তিযশ দেশ-কালের গন্ডি ছাড়িয়ে পৌঁছে যায় বিশ্বসমাজে। তিনি হয়ে উঠেন সবার কাছে অনুকরণীয় অনুসরণীয়। 

যার তুলনা, প্রশংসা, সুনাম, তার কর্মের গুণগান করার জন্য অভিধানের শব্দমালা যথেষ্ট হয় না। তিনি আর কেউ নন, লেখক, সাংবাদিক, সংগঠক ও তরুণ সমাজসেবক লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। তিনি মানবতাবাদী, মানবতার মহান সেবক, তিনি মানবতাবাদীদের লিডার, সকল স্বেচ্ছাসেবকদের আইকন-আইডল, হাজারো স্বেচ্ছাসেবকের অনুপ্রেরণার ব্যাক্তি, একজন সাদা মনের মানুষ, সবার কাছে যিনি মানবতার ফেরিওয়ালা নামেই জনপ্রিয়। 

২০২০ সালের মার্চের শুরুতে দেশে যখন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এরপর সারাদেশে সৃষ্টি হয় এক ভয়াবহ পরিস্থিতি। করোনা নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের মাঝেও তৈরি হয় অজানা আতঙ্ক। অদেখা-অজানা ভাইরাসের আতঙ্কে মানুষ হয়ে পড়েন ঘরবন্দী। মানবতার ফেরিওয়ালা খ্যাত লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ তখন জীবনের ঝুঁকি নিয়ে  বিনামূল্যে বিতরন করেন  সাবান, হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও কোভিট -১৯ করোনা ভাইরাস প্রতিরোধক আরসেনিকাম অ্যালবাম ৩০ (Arsenicum Album 30)।

শুধু তাই নয়, আমার দীর্ঘ ৭ বছরের পথচলায় আমি দেখেছি, নিজে না খেয়ে অন্যকে খাওয়াতে, অন্যের বিপদে ছুটে গিয়ে পাশে দাঁড়িয়ে সাধ্য অনুযায়ী বিপদ মুক্ত করতে। আমি দেখেছি, সুবিধা বঞ্চিত, অসহায়, মানুষের পাশে দাঁড়িয়ে নিজের ইচ্ছাকে বিসর্জন দিয়ে মানুষের ভালোবাসা কুড়াতে। আমি শিখেছি তাঁর কাছ থেকে, ‘মানুষ মানুষের জন্য, এটাই হোক মানুষের ধর্ম’। তাঁর চেতনা, আদর্শ, নীতি সব কিছু দেখে কবি গুরুর একটা কথা মনে পরে ,তোমার চেতনার রঙে পান্না হলো সবুজ, আমি চোখ মেলিলাম আকাশে, জ্বলে উঠল আলো পূর্ব পশ্চিমে। 

প্রিয় নেতা, প্রিয় মানবতার ফেরিওয়ালা, প্রিয় সম্পাদক, প্রিয় আমাদের আইকন-আইডল, প্রিয় আমার অনুপ্রেরণা; জন্মদিনে আপনার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা, সালাম। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নিরাপদে রাখুক। আমিন।

লেখকঃ মোঃ ইসমত দ্দোহা, স্টাফ রিপোর্টার- ‘ক্রাইম প্রতিদিন’; প্রতিষ্ঠাতা- ‘গোফরান সৃতি পাঠাগার’।