• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ জানুয়ারী, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জাতীয় পার্টি

মোঃ ইসমত দ্দোহা

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার কথা বলেছেন জাতীয় পার্টির মহাসচিব মো: মজিবুল হক চুন্নু এমপি। দেশের মানুষ ভালো নেই, দুর্নীতি, দুঃসাহস, টাকা পাচার, দলবাজি, টেন্ডারবাজিতে ও স্বজনপ্রীতিতে দেশের মানুষ অস্হির হয়ে পড়েছে, দেশের মানুষ পরিবর্তন চায় আর এই পরিবর্তন হবে জাতীয় পার্টির হাত ধরেই। ১৯৯০ সালে সাবেক রাস্ট্রপতি   হুসেইন মহম্মদ এরশাদ  ক্ষমতা হস্তান্তরের পর হতেই দেশের গনতন্ত্র,  সুশাসন ও মানুষের অধিকার লুন্ঠিত হয় বৃহত্তর দুই রাজনৈতিক দলের হাতে, মানুষ এই জিম্মি দশা হতে মুক্তি চায়।গতকাল(২১.০১.২০২৩ তারিখ) জাতীয় পার্টির বনানী কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে মহাসচিব এ কথা বলেন।

জাতীয় পার্টির নেতা খলিলুর রহমান খলিলের নেতৃত্বে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মো:মাশরেকুল আজম রবি (লিটন),মো.হাসান মিয়া, প্রকৌশলী শিষ ইবনে আজম, ছাত্র নেতা মো:মুসা ইবনে আজম ও মো:ইকবাল হোসেন জাতীয় পার্টিতে যোগদান করেন।  যোগদান কৃত নেতাকর্মীদের স্বাগত জানান মো: মজিবুল হক চুন্নু এমপি।

এসময় যোগদান অনুষ্ঠানে  আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা হারুনুর রশিদ, যুগ্ম-মহাসচিব মন্জু, রেজাউল ইসলাম ভূইয়া, পল্লীবন্ধু পরিষদের বরিশাল বিভাগীয় সম্নয়ক ও কেন্দ্রীয় নেতা ইন্জিনিয়ার তসলিম উদ্দিন মুন্সী, যুব নেতা সাহাদাত হোসেন সহ কয়েকশ নেতা কর্মী।