• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৭ ফেব্রুয়ারী, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইভটিজিং-মাদক নির্মূল কিশোর গ্যাং প্রতিহতের আহ্বান সামছুদ্দিন জেহানের

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই, ধর্মপুর ও নোয়াখালী ইউনিয়নের নবনির্বাচিত পুরুষ-মহিলা সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ র্নিমূলে স্ব-স্ব এলাকায় কিশোরগ্যাংয়ের সদস্যদের চিহিৃত করে তাদের প্রতিহত করতে ইউপি সদস্যদের আহব্বান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

মঙ্গলবার বিকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে তিন ইউনিয়নের ইউপি সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি এ আহব্বান জানান।

উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ গ্রহন করান। এসময় তিনি বলেন, আপনারা (ইউপি সদস্যরা) হলেন স্থানীয় সরকারের সর্বশেষ তৃণমূলের জনপ্রতিনিধি। সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো আমরা আপনাদের মাধ্যমে বাস্তবায়ন করি। আমরা চাই আপনারা নিজ এলাকায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন। বিচার প্রার্থীদের অভিযোগ শুনে সহজেই তা সমাধান করবেন।

তিনি বলেন, এলাকায় মাটি কাটা, বালু উত্তোলন, ইভটিজিং, মাদক ও বাল্যবিবাহ বন্ধে আপনাদের ভূমিকা রাখতে হবে। এলাকার সকল মানুষের মাঝে সরকারের সুযোগ-সুবিধা সমন্বয় করে বন্ঠন করতে হবে। সরকারের উন্নয়ন জনগনের কাছে তুলে ধরতে হবে।

শপথ গ্রহন অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজীদ বিন আখন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর আলম ছিদ্দিকী রাজু, মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফার মমিন, সাংবাদিক মনিরুজ্জামান চৌধুরী, নাসির উদ্দিন বাদল, ইউপি চেয়ারম্যান ছিদ্দিকুর রহমান সাবু, দিলদার হোসেন জুনায়েদ ও ইয়াছিন আরাফাত বক্তব্য রাখেন।