• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই: একরাম

সালাহ উদ্দিন সুমন:

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে নোয়াখালীতে শুরু হয়েছে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ।

রোববার বিকেলে জেলার শহীদ ভুলু স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগের উদ্বোধন করেন নোয়াখালী ০৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী।

নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার শহিদুল ইসলাম পিপিএম বার,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুদ্দিন জেহান ।

এছাড়াও নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি সামসুল হাসান মীরন, আহসান উল্যাহ হুমায়ূন, ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক বাসব সরকার, বঙ্গবন্ধু জেলা ফুটবল লীগ আয়োজক কমিটির আহবায়ক সজল রক্ষিত, সদস্য সচিব শাহজাহান নাসিম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেছেন, মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরী। খেলাধুলায় সব সময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

এসময় তিনি অংশগ্রহনকারী ৭টি ক্লাব সাড়ে তিন লক্ষ টাকা দেয়ার ঘোষনা দেন। নোয়াখালী জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে ও প্রাইম ওয়েল টায়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এ লীগে ৭ টি ক্লাব অংশগ্রহণ করছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালী ও সানরাইজ স্পোর্টিং ক্লাবকে ৪-০ গোলে পরাজিত করে। আগামী ৬ মার্চ পর্যন্ত এ লীগ চলবে।