• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

নোয়াখালীতে পুনাকের পণ্য মেলার পর্দা নামলো

সালাহ উদ্দিন সুমন, নোয়াখালী

 নোয়াখালী জেলা মাইজদী হাউজিং বালুর মাঠে পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) নোয়াখালীর উদ্যোগে আয়োজিত দেশীয় শিল্প পণ্য মেলা শেষে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী মিসেস তানিয়া আলমগীর এর সভাপতিত্বে ও সহকারী পুলিশ সুপার মোঃ রাজিব এর সঞ্চালনায়  সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৪ আসনের  সংসদ সদস্য একরামুল করিম চৌধূরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তন্ময় দাস, নোয়াখালী পুলিশ সুপার মোঃ আলমগীর হোসেন, সভানেত্রী মিসেস উৎপলা দাস, নোয়াখালী’র পুলিশ নারী কল্যান সমিতির সাধারন সম্পাদক ডাঃ ফাকিহা খান সামামা।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পুরনো ঐতিহ্যকে ধারণ করে দেশীয় শিল্প পণ্যের যথাযথ ব্যবহারে সবাইকে ধন্যবাদ জানান। পরিবেশবান্ধব দেশীয় শিল্প পণ্যের অধিক ব্যবহারে সর্বসাধারণকে উজ্জীবিত করার ক্ষেত্রে পুনাক নোয়াখালী’র এ ধরণের দেশীয় পণ্য মেলার আয়োজন এক অনন্য মাইলফলক হয়ে থাকবে।

 এ সময়ে ক্যানসারে আক্রান্ত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এম.বি.এ‘তে অধ্যায়নরত শিক্ষার্থী আসাদুজ্জামান সোহেল কে চিকিৎসা বাবদ তার পরিবারের হাতে নগদ ৩০,০০০, টাকা ও জন্মগতভাবে প্রতিবন্ধী জাহিদ হোসেন রাফি(১০)‘কে নগদ ২০,০০০- টাকা এবং বর্ষা সাহা (১২), পিতা-দীপক সাহা, গ্রাম- গনিপুর, চৌমুহনী পৌরসভা,থানা- বেগমগঞ্জ,নোয়াখালীর‘কে নগদ ১০,০০০, টাকাসহ মোট-৬০,০০০, টাকা আর্থিক সহায়তা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর পক্ষ থেকে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পুনাক সভানেত্রী মিসেস তানিয়া আলমগীর  প্রদান করেন। সমাপনী অনুষ্ঠান পরবর্তী উপস্থিত অতিথিগণসহ সর্বসাধারণের মনোরঞ্জনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এবং মেলার আকর্ষণীয় পর্ব লটারীর মাধ্যমে ৫১ জন বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন দেশীয় শিল্প  পণ্য মেলার সমাপনী অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।