• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ মার্চ, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

ইভটিজিংয়ের শিকার হলে ফোন করুন : একরামুল করিম চৌধুরী এমপি

সালাহ উদ্দিন সুমন:

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী বলেছেন, ইভটিজিং মুক্তভাবে মেয়েরা অবাধে চলাফেরা করতে পারবে। কোন ইভটিজার মেয়েদের উক্ত্যাক্ত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলে দিয়েছি, তারা সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নিবে। 

সাংসদ একরামুল স্কুল ছাত্রী ও তাদের অভিভাবকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা কাউকে ভয় করবেন না। প্রয়োজনে আমাকে ফোন করুন, আমি ব্যবস্থা নিবো।

নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দুইদিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রথম দিন শনিবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ একরামুল করিম চৌধুরী এই বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের জাতীয় সংগীত পরিবেশনা ও শিক্ষার্থীদের কুচকাওয়াজের মধ্যে দিয়ে প্রথম দিনের কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের প্রধান শিক্ষক মেহেরুন নেছার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের চেয়রম্যান আবদুল ওয়াদুদ পিন্টু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।