• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৪ জুন, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সুন্দর সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই: সাদ এরশাদ

মোঃ শামসুল আলম

সুন্দর সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বাঙালি জাতির সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে।

রবিবার (০৪ জুন) জাতীয় পার্টির গুলশানস্থ কার্যালয়ে সকাল ১১ টায় জাতীয় সাংস্কৃতিক পার্টির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় আল মাহি সাদ এরশাদ এমপি এসব কথা বলেন।

আল মাহি সাদ বলেন, সমাজ থেকে সন্ত্রাস, মাদক, ও যুব সমাজকে নৈতিক অবক্ষয় থেকে ফিরিয়ে আনতে হবে। সেজন্য প্রয়োজন নতুন প্রজন্মকে সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে মানবিক মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে। সুস্থধারার সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তারা দেশপ্রেমে উদ্ভুদ্ধ হবে এবং সমাজে অপসংস্কৃতি ও অবক্ষয় প্রতিরোধ হবে।

জাতীয় সাংস্কৃতিক পার্টির আহবায়ক কবি ইউনুস ফার্সীর সভাপতিত্বে ও সদস্য সচিব তৌহিদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন -সাবেক এমপি এম. এ গোফরান, জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহবায়ক অধ্যাপক ইকবাল হোসেন রাজু, জাতীয় পার্টির ঢাকা মহানগর (উত্তর) আহবায়ক জহির উদ্দিন জহির, সাংস্কৃতিক পার্টির উপদেষ্টা আজিজ চৌধুরী, সৈয়দ ওয়াহিদুল ইসলাম তরুণ, মোহাম্মদ ই¯্রাফিল মিয়া, নাসিরউদ্দিন মুন্সি, আজমল হোসেন জিতু, জহিরুল ইসলাম মারুফ, আবদুল আউয়াল ও চিত্র পরিচালক সাজ্জাদুর রহমান বাদল।  

সাদ এরশাদ আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশীয় সংস্কৃতি বিকশিত হওয়ার কারণে যুব সমাজকে অবক্ষয় এবং অনৈতিক কর্মকান্ড গ্রাস করতে পারেনি। তিনি হুসেইন মুহম্মদ এরশাদের কবিতা ও গানের মর্মকথা জনগনের কাছে তুলে ধরার আহবান জানান।

বিশেষ অতিথির বক্তৃতায় সাবেক এমপি এম. এ গোফরান বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক আদর্শ বাস্তবায়নের মধ্যে দিয়ে সুস্থধারার সংস্কৃতি বিকশিত হবে। অধ্যাপক ইকবাল হোসেন রাজু বলেন, এরশাদের রাজনৈতিক আদর্শ নিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে।