• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৬ জুন, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

যুগল কিশোর শুক্লা পুরস্কার পেলেন চার সাংবাদিক

ক্রাইম প্রতিদিন ডেস্ক

এই প্রথম যুগল কিশোর শুক্লা পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ভাষার চারজনকে। ১৮২৬ সালে কানপুর থেকে প্রকাশিত প্রথম হিন্দি সংবাদপত্র "উদন্ত-মার্তান্ড"-এর প্রথম সম্পাদকের নামে এই পুরস্কারের নামকরণ করা হয়।

পণ্ডিত যুগল কিশোর শুক্লা ছিলেন উদন্ত-মার্তান্ডা পত্রিকার সম্পাদক। এই প্রথম দেব নাগরী লিপি ব্যবহার করে একটি সংবাদপত্র সম্পূর্ণ হিন্দিতে প্রকাশিত হয়েছিল।
পুরস্কার প্রদানের জুরি বোর্ড সদস্যরা  সাংবাদিকতার দীর্ঘ যাত্রা এবং এস জেএফ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী সাংবাদিকদের পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়।
 
এস জেএফ ইন্ডিয়া চ্যাপ্টার অনিরুধ সুধাংশু কুমার বলেছেন যে, এই সময়ের জন্য আমরা সাংগঠনিক ব্যক্তিদের জন্য পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ তাদের সমর্থন ছাড়া এশিয়ার আন্তর্জাতিক এ সংগঠনটি গঠন করা সম্ভব ছিল না না। পুরস্কার সবসময় আমাদের বড় হওয়ার শক্তি দেয়। তাই ইন্ডিয়া চ্যাপ্টার সদস্যদের অভিনন্দন জানানোর সিদ্ধান্ত নিয়েছে। যুগল কিশোর শুক্লার মতো আমাদের সম্মানিত সদস্যও ভারতে এবং সীমানা পেরিয়ে সংগঠনের ভিত্তি স্থাপন করেছিলে রাজু লামা, ডাঃ স্মিতা মিশ্র, আবদুর রহমান, অনিল বিষ্ণু সাবলে, সকলের সাংবাদিকতার দীর্ঘ যাত্রা এবং বিভিন্ন ভাষায় সাংবাদিকতার অভিজ্ঞতা রয়েছে। এস জেএফ সব সময় সাংবাদিকতা ও সাংবাদিকদের স্বাধীনতার জন্য কাজ করে। এই পুরস্কার সেই যাত্রার সূচনা মাএ।