• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২৬ জুন, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

দেশবাসীকে এ জেড এম মাইনুল ইসলাম’র ঈদ শুভেচ্ছা

মোঃ ইসমত দ্দোহা

মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন ‘‘ক্রাইম প্রতিদিন’’ পত্রিকার সম্পাদক, ‘‘অপরাধ মুক্ত বাংলাদেশ চাই (অমুবাচা)’’ সংগঠনের চেয়ারম্যান  লায়ন এ জেড এম মাইনুল ইসলাম পলাশ। একই সঙ্গে বিশ্বের সব মুসলিমকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সবার মধ্যে সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সমৃদ্ধি কামনা করেন তিনি।

তিনি বলেন, মুসলমানদের ত্যাগ শিক্ষার জন্য বিশেষ দিন এটি। একই সঙ্গে সমাজের পিছিয়েপড়া মানুষদের পাশে দাঁড়ানোর ও সামাজিক সাম্য সৃষ্টির একটি উদাহরণও এ দিনটি। পশু কোরবানির পাশাপাশি আমরা প্রত্যেকে যেন মনকে পবিত্র করি, সব ধরনের উগ্রবাদ পরিহার করি, ধৈর্যশীল হই, স্বার্থ ত্যাগের চর্চা বাস্তবায়ন করি, তাহলেই পরিপূর্ণতা পাবে পবিত্র এ দিনটি।

ক্রাইম প্রতিদিন সম্পাদক বলেন, কোরবানির ঈদের মাধ্যমে আমরা যে ত্যাগের চর্চা করি, তার ধারাবাহিকতা অব্যাহত রাখলেই দেশের অসচ্ছল মানুষদের অসহায়ত্বের অবসান ঘটবে। 

অমুবাচা চেয়ারম্যান বলেন, আসুন, সবাই নিজেদের আশপাশের অসহায়-দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। এমনকি যে কোনো দুর্যোগে-দুর্বিপাকে সবাই যেন সামর্থ্য অনুযায়ী সামাজিক দায়িত্ব পালনে এগিয়ে আসি। তাহলেই ধর্ম-বর্ণ নির্বিশেষে ঈদের আনন্দ ছড়িয়ে পড়বে সবার মধ্যে। 

তিনি আরও বলেন, ঈদ উদযাপনে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলুন। অতিরিক্ত গতি পরিহার করুন। পবিত্র ঈদুল আজহার শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক  হিংসা, বিদ্বেষ ও হানাহানি মুক্ত ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং অপরাধ মুক্ত বাংলাদেশ গঠনের জন্য একযোগে কাজ করা। সবাইকে ঈদ মোবারক।