• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ৩০ সেপ্টেম্বর, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

সরকারি নিবন্ধন পেলো গোফরান স্মৃতি পাঠাগার

ক্রাইম প্রতিদিন ডেস্ক

"চেতনার জাগরণে বই, জ্ঞানের মোহনায় পাঠাগার ", এই স্লোগান নিয়ে বই পড়া কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও বেগবান করার জন্য সরকারি নিবন্ধন পেলো লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায় অবস্থিত "গোফরান স্মৃতি পাঠাগার "।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুুর স্বাক্ষরিত তালিকাভুক্তির সনদপত্র সম্প্রতি  তুলে দেওয়া হয় পাঠাগারের   সভাপতি মোঃ ইসমত দ্দোহা 'র হাতে। তালিকাভুক্তি নম্বর / জাগ্রকে /০৫৮৬, তারিখ ২৭/০৮/২০২৩, প্রাপ্ত আবেদন যাচাই - বাচাই করে নিয়মিত 'ই পাঠাগারের কার্যক্রম গতিশীল করার জন্য তালিকা ভুক্তির সনদপত্র দিয়ে থাকে জাতীয় গ্রন্থকেন্দ্র, পাশাপাশি বেসরকারী গ্রন্থকেন্দ্রের সদস্যদের দক্ষতা উন্নয়নে দিয়ে থাকে প্রশিক্ষণ।

২০১৮ সালের ২৫ শে আগস্ট ১১ নং হাজিরপাড়া ইউনিয়নের শিবপুর গ্রামে একদল তরুণদের উদ্যোগে গড়ে তোলা হয় এই পাঠাগার। সকলের সম্মতিক্রমে নাম নির্ধারণ করা হয় "গোফরান স্মৃতি পাঠাগার " সেই থেকে যাএা শুরু এই স্বেচ্ছাসেবী সংগঠনের, বই পড়া কার্যক্রমের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক ও সেবা মূলক  কাজ করে যাচ্ছে পাঠাগারের মাধ্যমে । উল্লেখযোগ্য ২০২০ সালে করোনাকালীন সময়ে সাধারণ  মানুষ যখন নিজের জীবন জীবিকা নিয়ে ব্যস্ত সে সময়ে পাঠাগারের কর্মীগণ খুব সাবলীলভাবে জনসচেতনতামূলক প্রচারণা 'র পাশাপাশি অসুস্থ ব্যক্তি ও পরিবারের পাশে ছিলো সহযোগিতার হাত নিয়ে।

পাঠাগারে নিয়মিত বই পড়া কার্যক্রমের পাশাপাশি সরকার ঘোষিত সকল জাতীয় দিবস উদযাপন করা হয় স্হানীয় প্রশাসনের সাথে যোগাযোগ রেখে। আয়োজন করা হয় ক্রীড়া প্রতিযোগিতা। 

স্হানীয়  রাজনীতিবিদ,  জনসাধারণ ও পাঠাগারের সদস্যদের সহযোগিতা ও পরামর্শে পরিচালিত হয় পাঠাগার কার্যক্রম। স্হানীয় প্রশাসন ও জেলা গণগ্রন্থাগার এর সহযোগিতায় সরকারি অনুদান, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার উপহার পেয়েছে এই পাঠাগার। 

বর্তমানে পাঠাগারে রয়েছে প্রায় ১২০০/ কপি বই, রয়েছে বিনোদনের মাধ্যম টেলিভিশন, পএিকা ও  ক্রীড়া সামগ্রী, রয়েছে প্রয়োজনীয় আসবাবপএ, যেখানে সকল পেশা শ্রেণীর লোকের সমাগম হয় নিয়মিত।

উল্লেখ্য, পাঠাগারের সভাপতি সাংবাদিক মো: ইসমত দ্দোহা 'র প্রয়াত পিতা মো: আব্দুল গোফরান মিয়ার নামানুসারে " গোফরান স্মৃতি পাঠাগার " নামকরণ করা হয়। ওনার স্মৃতি রক্ষার মাধ্যমে সামাজিক শিক্ষা ও সংস্কৃতি 'র বিকাশ করাই মূল উদ্দেশ্য। ব্যাক্তি জীবনে জনাব মো : আব্দুল গোফরান মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগে কর্মরত ছিলেন। ১৯৯২ সালের জুন মাসে ওনার গ্রামের বাড়িতে স্বাভাবিক মৃত্যুবরণ করেন।