• ❐ www.crimeprotidin.com ❐ ৮ম বর্ষ ❐ ঢাকা ❐ ২২ অক্টোবর, ২০২৩ ❐ dailycrimeprotidin@gmail.com ❐

শেষ হলো ৩ দিনব্যাপী ফটো অ্যাফেয়ার্সের ফটোগ্রাফি প্রদর্শনী

মোঃ ইসমত দ্দোহা

শেষ হলো ৩ দিনব্যাপী ‘Wings of Light’ নামে ফটোগ্রাফি প্রদর্শনী। ফেসবুক গ্রুপ ফটো অ্যাফেয়ার্সের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই প্রদর্শনী ১৯ অক্টোবর শুরু হয়ে ২১ অক্টোবর শেষ হয়।

Landscape, Wildlife and Macro, Food and still life, People এই ৪টি ক্যাটাগরিতে  প্রদর্শিত হয়েছিল মোট ২২৫টি ছবি। ১০০০ আলোকিচত্র শিল্পীর ৪০০০ ছবি জমা হয়েছিলো এক্সিবিশনে। সেখান থেকে বিচারকরা এই ২২৫টি ছবি নির্বাচিত করেছেন।

বিচারক হিসেবে ছিলেন, আলাকিচত্র শিল্পী কুদরাত ই খোদা, নাইমা পারভিন ও রোয়েনা মেহজাবিন।

প্রদর্শনীর শেষদিন সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আলাকিচত্র শিল্পী চঞ্চল মাহমুদ, নাসির আলী মামুন, শিফকুল ইসলাম স্বপন, শামীম হাসান, নাইমা পারভীন ও কুদরত ই খুদা লিটু।

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তও্বাবধানে ছিলেন, ফটো অ্যাফেয়ার্সের এডমিন প্রকৌশলী এস এম ইউসুফ শরীফ। 

পুরস্কার বিজয়ীরা হলেন, 
ফুড এন্ড স্টিল লাইফ ক্যাটাগরি, সম্মাননা পুরস্কার- সায়মা ইসলাম (টি উইথ বিস্কুট), সম্মাননা পুরস্কার- মুনমুন হােসন (ইয়াম ইয়াম হট পিপারস), ৩য় স্থান- মুবিনা রহমান (ম্যােঙ্গা বার), ২য় স্থান- রোমানা হােসন (চেরী), ১ম স্থান- সুমাইয়া হােসন (গ্রেপস) 

ল্যান্ডস্কেপ ক্যাটাগরি, সম্মাননা পুরস্কার- আব্দুল্লাহ মামুন (দা ট্রািডশন), সম্মাননা পুরস্কার- মোহাম্মদ মিজানুর রহমান মুকুল (স্টোর্মি ওয়েদার এহেড), ৩য় স্থান- শাকিল চৌধুরী (গ্লোয়িং ডেজার্ট), ২য় স্থান- ইমরান আলী (বিউিটফুল কাঞ্চনজণ্ডা), ১ম স্থান- চেন চেন লুং (জিয়াংনান সিনারী)

পিপল ক্যাটেগরি, সম্মাননা পুরস্কার- সিদ্বাৰ্থ ভট্যাচার্য সৌম্য (ডিরেকশন), সম্মাননা পুরস্কার- সৈয়দ শাহিরয়ার আজাদ (লাইট উইল কাম), ৩য় স্থান- শিবাশিষ সাহা (দি কিউরয়াস আইজ),  ২য় স্থান- ইমরান হােসন ইমু (বুল ফাইট), ১ম স্থান- আরাফাত হাসান হৃদয় (শয়ারিং পার্সপেরক্টিব)

ওয়াইল্ড লাইফ এন্ড ম্যােক্ৰা ক্যাটেগরি, সম্মাননা পুরস্কার- আশরাফ আলী (শিবলিং রিভারিল),
সম্মাননা পুরস্কার- ইকবাল এইচ বাবু (মাদার কেয়ার), ৩য় স্থান- মো:তামজিদ আলম (হুইস্কার্ড টার্ণ), ২য় স্থান- মাসুক আহেমদ (মিনটর লিজার্ড কিলড কলার্ড স্কপ আউল),  ১ম স্থান- এহসানুল হক (প্রিডেটর এন্ড প্রে )

গ্রান্ড পুরস্কার, মো: এহসান আলী বিশ্বাস (লিটু)।